বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া অফিস : প্রথমবারের মতো জয়পুরহাটের পাঁচবিবির বিপ্লবী ডাঃ আব্দুল কাদের চৌধুরী উদ্যান (পৌরপার্ক) আজ (শুক্রবার) থেকে বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম সংগঠন পাঁচবিবি থিয়েটার এবং শিশু সংগঠন ভোর হলো পাঁচবিবি শাখার যৌথ আয়োজনে পাঁচবিবি পৌরসভার সহযোগিতায় ‘সৌরভে গৌরবে চেতনায় মুক্তিযুদ্ধ সেøাগানে শুরু হচ্ছে চার দিনব্যাপী’ পাঁচবিবি গ্রাম থিয়েটার নাট্য উৎসব ২০১৭’। এ উপলক্ষে কর্মসূচিতে রয়েছে শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, গুণীজন সম্মাননা, সংবর্ধনা, পুরস্কার বিতরণ, কবিতা আবৃত্তি, গান, নৃত্য, নাটক ও আলোচনা সভা।
উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সভাপতিত্ব করবেন পাঁচবিবি পৌরসভার মেয়র ও পাঁচবিবি থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান হাবিব।
উৎসবের শেষদিনে পাঁচবিবির সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য ৩ জনকে মরণোত্তরসহ মোট ৫ জনকে গুণীজন সম্মাননা জানানো হবে। সম্মাননাপাপ্তরা হলেন- নাটকে বিশেষ অবদানের জন্য নবদ্বীপ বিহারী কুন্ডু, যামিনীকান্ত মÐল (নাটক ও সংগীত), জামশেদ আলম (মরণোত্তর), সহিদুল ইসলাম (মরণোত্তর), আব্দুল খালেক মÐল (মরণোত্তর)। প্রত্যেকদিন বিকাল ৪টায় অনুষ্ঠান শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।