Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজিল্যান্ড হতাশা ভুলে ভারত সফরে চোখ

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : তিন সিরিজের সব ক’টিতে হোয়াইট ওয়াশ, এমন পরিণতির মুখে সর্বশেষ কবে পড়েছে,তা ভুলেই গিয়েছিলেন তামীমরা। ৫ বছর আগে দেশের মাটিতে পাকিস্তান এবং ৯ বছর আগে নিউজিল্যান্ড সফরে সব ম্যাচ হারের সেই দুঃসহ স্মৃতি নিয়ে গত পরশু রাতে ঢাকায় ফিরেছেন তামীমরা। সামনে ভারত পরীক্ষা। দ্বি-পাক্ষিক চুক্তিতে ১৭ বছর পর ভারত সফরের জন্য এখন ব্যাকূল ক্রিকেটাররা। ঢাকায় পা রেখে বিশ্রাম মাত্র ৫ দিন, ৩১ জানুয়ারি ফিটনেস টেস্ট দিয়ে, পরদিন অনুশীলনে জড়ো হয়ে ২ ফেব্রæয়ারি ধরতে হবে হায়দারাবাদের ফ্লাইট। টেস্টের নাম্বার ওয়ান র‌্যাঙ্কিংধারী দল ভারতের বিপক্ষে ভারতের মাটিতে একমাত্র টেস্ট খেলার দিকেই এখন মনোনিবেশ করছে ক্রিকেট দল। নিউজিল্যান্ড সফরের ভুলগুলো নিয়ে চলছে এখন চুলচেরা বিশ্লেষণ। ভুলগুলো ছিল মানসিক, এটাই তামীমের উপলদ্ধি। ঢাকায় নেমে সেই সরল স্বীকারোক্তি তামীমেরÑ ‘নিউজিল্যান্ডে আমরা ভালো খেলিনি বলে ফল আমাদের পক্ষে আসেনি। তবে আমাদের যে ভুলগুলো হয়েছে, তাতে স্কিলের চেয়ে বরং বেশি ছিল মানসিক সমস্যা, আমার কাছে এটাই মনে হয়েছে। কারো কারো এই সমস্যা নিয়ে কাজ করতে হবে।’
নিউজিল্যান্ড সফরের ভুলগুলো নিয়ে গবেষণা না করে সামনের দিকে চোখ রেখে করনীয় খুঁজে বের করার দিকে মনোযোগ দিতে চান তামীমÑ ‘নিউজিল্যান্ড সফরে আমরা কোনো ম্যাচ জিততে পারিনি। তবে এটা নিয়ে পড়ে থাকলে হবে না, এ নিয়ে যতো কথা হবে, ততোই সময় নষ্ঠ হবে। এখান থেকে বের হয়ে আসা অনেক জরুরি। দুই সপ্তাহের মধ্যে আবার খেলতে হবে। ভারতের বিপক্ষে টেস্টের শ্রীলঙ্কা সফর। আমরা কোন কোন জায়গায় ভুল করেছি, সেগুলো চিহ্নিত করার চেষ্টা করবো। ভুল সংশোধন না করে বারবার একই ভুল করে গেলে আমাদের জন্যও ভালো হবে না, দলের জন্যও মঙ্গল হবে না। ৯ ফেব্রæয়ারি আবার যখন আমরা মাঠে নামবো, আমার মনে হয় আমরা আরও বেশি প্রস্তুত হয়ে খেলব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ