Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হায়দারাবাদ টেস্টের জন্য প্রস্তুত মুশফিক ইমরুল মুমিনুল

শ্রীলঙ্কা সফরের আগে সেরে উঠবেন মাশরাফি # ধরা পড়েনি মুস্তাফিজুরের ইনজুরি

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ক্রাইশ্চচার্চে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হাতে আঘাত পেয়ে ওয়ানডে সিরিজের অবশিষ্ট ২ ম্যাচ এবং টি-২০ সিরিজ মিস করে ফিরেছিলেন মুশফিকুর রহিম ওয়েলিংটন টেস্টে। ফেরাটা ছিল দারুণ। প্রথম ইনিংসে করেছেন ১৫৯ রান, সাকিবের সঙ্গে ৩৫৯ রানের রেকর্ড পার্টনারশিপে রেখেছেন অবদান। তবে ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ২ বার আঘাতপ্রাপ্ত হয়ে আর মাঠে ফিরতে পারেননি। খেলতে পারেননি ক্রাইস্টচার্চ টেস্ট। মুশফিকুরের বদলে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে উইকেট কিপিং করে বদলী উইকেট কিপার হিসেবে সর্বোচ্চ ৫ ডিসমিসালের রেকর্ড গড়ে ইমরুলও পড়েছেন দ্বিতীয় ইনিংসে ইনজুরিতে। উরুর টিস্যু গেছে ছিড়ে। মাঠ থেকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মনের জোরে ব্যাটিং করেছেন কোনমতে। খেলতে পারেননি ক্রাইস্টচার্চ টেস্ট। আর নিউজিল্যান্ড পেস বোলারদের বাউন্সার সামাল দিতে দিতে পাজরে চোট পেয়ে ক্রাইস্টচার্চ টেস্ট খেলেননি মুমিনুল। বাংলাদেশ টেস্ট দলের এই তিন অপরিহার্য ক্রিকেটারের এম আর আই স্ক্যান করানো হয়েছে ওয়েলিংটন হাসপাতালে। এই ক্রিকেটারের কারো কোথাও চিড় না ধরা পড়েনি সেখানে। ঢাকায় এসে পুনরায় এম আর আই রিপোর্টে শঙ্কার কিছু দেখছেন না বিসিবি’র প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী। আপাতত: বিশ্রামই তাদের মহৌষধ বলে জানিয়েছেন তিনি- ‘সিটি স্ক্যান রিপোর্টে কোন ধরনের চিড় বা ফাটলের অস্তিত্ব পাওয়া যায়নি। যেহেতু আঙুলের ইনজুরি, তাই ওখানে ব্যথা থাকবে এবং কিছুদিন তা ভোগাবেও। কারণ, বারবার ওখানে বলের আঘাত লাগবে, আঘাতস্থল শুকাতে সময় লাগবে। যেহেতু চিড় নেই, সেহেতু আমরা ধরে নিচ্ছি ওর ব্যথা কমতে কয়েকটা দিন সময় লাগবে। এই কয়েকটা দিনের মধ্যে ফিজিও থেরাপি ও অনুশীলন শুরু করবে সে। আশা করছি ভারতের বিপক্ষে টেস্টে মুশফিকুর পুরোপুরি সেরে না উঠলেও মোটামুটি ব্যথামুক্ত হয়ে খেলতে পারবে।’
ইমরুল কায়েসের উন্নতিটা আশাব্যঞ্জক। ভারতের বিপক্ষে টেস্টের আগেই খেলার জন্য সম্পূর্ণ ফিট হয়ে উঠবের ইমরুল, এমন সম্ভাবনাই দেখছেন দেবাশিষ- ‘ইমরুল ফিরে আসার পরে ওর এমআরআই স্ক্যান আবার করা হয়েছে। ওর ব্যাথা এখন অনেক কমেছে। যেহেতু দু’সপ্তাহ পার হয়নি তাই আমরা ইমরুলকে বিশ্রামে রেখেছি এবং কিছু ব্যায়াম দিয়েছি। ও নিজে নিজেই প্রেসক্রিপশন ফলো করছে। ফিটনেস দেখার জন্য ৩১ জানুয়ারি আবার ওর কিছু পরীক্ষা করাবো।’
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বুকের পাঁজরে ব্যথা পেয়েছেন বলে মুমিনুল দাবি করলেও উদ্বিগ্ন হওয়ার মতো কিছুই দেখতে পাচ্ছেন না বিসিবি’র প্রধান চিকিৎসক- ‘বলের আঘাতে মুমিনুলের বুকের পাঁজরে চোট পেয়েছেন বলে ও ফিরে আসার পর এখানে আবার স্ক্যান করেছি। তবে কোন ফ্রাকশ্চার ধরা পড়েনি। যেহেতু পাঁজরের ব্যাথা, তাই ব্যাথাটা সারতে একটু সময় লাগবে। এটাকে রিড ট্রমা বলে। কিছু শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম ও ফিজিও থেরাপির মাধ্যমে তাকে সারিয়ে তোলা হবে। আশা করছি ভারতের বিপক্ষে টেস্টের আগেই সুস্থ হয়ে উঠবে।’
এদিকে কাঁধের ইনজুরি থেকে সুস্থ হয়ে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে এবং টি-২০ সিরিজে ২টি করে ম্যচ খেললেও কোমরের ব্যথা নুতন করে অনুভব করায় মুস্তাফিজুরকে টেস্টে নামিয়ে দিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। তবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ইনজুরির তালিকায় নাকি নেই মুস্তাফিজুর, পরীক্ষা-নিরীক্ষা করে এমনটাই জানিয়েছেন বিসিবি’র প্রধান চিকিৎসক ডা: দেবাশিষ চৌধুরী- ‘মুস্তাফিজের নামটা কিন্তু আমাদের ইনজুরির তালিকায় নেই। তাই আমরা ধরেই নিচ্ছি কোনো মারাত্মক ইনজুরিতে নেই মুস্তাফিজ।’ এদিকে টি-২০ সিরিজের শেষ ম্যাচে রিটার্ন ক্যাচ নিতে যেয়ে আঙুলে মাশরাফির চোটকে একটু গুরুত্বই দিতে হচ্ছে বলে জানিয়েছেন দেবাশিষ- ‘মাশরাফির আঙুলে যে ইনজুরি হয়েছে, এ ধরনের আঘাত থেকে সেরে উঠতে সাধারনতঃ ৫ থেকে ৬ সপ্তাহ লেগে যাওয়ার কথা। ফেব্রæয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত তাই অপেক্ষায় থাকতে হচ্ছে। ক্ষতস্থান শুকানোর পরে আমরা স্ক্যান করে দেখবো, ঠিকমত আছে কি না। তারপর শ্রীলঙ্কা সফরের জন্য তার পূর্নবাসনের কাজ শুরু হবে।’ আগামী মার্চে শ্রীলঙ্কা সফর শুরু হবে টেস্ট দিয়ে, তাই এর মধ্যে মাশরাফির সেরে ওঠার সম্ভাবনা প্রবল দেখছেন বিসিবি’র প্রধান চিকিৎসক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ