Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেই স্বাভাবিক শীতকাল

আবহাওয়ায় খেয়ালিপনা

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩১ ডিগ্রি সে.
শফিউল আলম : মাঘ মাস এখনও প্রথমার্ধ অতিক্রম করেনি। অথচ ‘বাঘ পালানো মাঘ মাসে’র সেই ‘স্বাভাবিক শীতকাল’ মোটেও দেখাই যাচ্ছে না। আবহাওয়াম-লে বিরাজ করছে নজিরবিহীন এক খেয়ালিপনা। বিশেষজ্ঞরা একে আবহাওয়ার বৈরী ও বিরূপ আচরণ এবং জলবায়ু পরিবর্তনের আলামত হিসেবে দেখছেন। শুধু শীতই নয়। শীতঋতুর স্বাভাবিক মাঝারি থেকে ঘন কুয়াশাও পড়ছে না কোথাও। শেষ রাতে হালকা কুয়াশা ঝরছে। ষড়ঋতুর আপন চরিত্র ও বৈশিষ্ট্যগুলো ক্রমেই হারিয়ে যাচ্ছে।  
গতকালসহ গত ক’দিন যাবত দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কোথাও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। দেশের অধিকাংশ জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩১ ডিগ্রি সে. রয়েছে। এতে করে দিনের বেলায় ফ্যান চালাতে হচ্ছে। যা বর্তমান সময়ের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে স্থানভেদে
২ থেকে ৮ ডিগ্রি সে. উঁচুতে রয়েছে। এর আগে চলতি মাঘ মাস শুরু হতেই হঠাৎ করে মাসের প্রথম ৩/৪ দিন মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। পরে দিন দিন তাপমাত্রা বেড়ে ৩১ ডিগ্রি ছাড়িয়ে গেছে।  
এদিকে গতকাল (বুধবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সে., সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩১.৪ ডিগ্রি সে.। এ সময় ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ও ১৪.৪ ডিগ্রি সে.। উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগেও সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮/২৯ ডিগ্রিতে রয়েছে। যা স্বাভাবিকের চেয়ে অনেক উপরে।   
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, আকাশ অস্থায়ীভাবে আংশিকসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। প্রায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ২ দিনে দেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী ৫ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীতকাল

১৩ ফেব্রুয়ারি, ২০২২
৪ ফেব্রুয়ারি, ২০২২
৬ জানুয়ারি, ২০২২
১৭ ডিসেম্বর, ২০২১
৪ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ