Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গলাচিপায় সাংবাদিক আলতাফ মাহমুদেও ১ম মৃত্যুবার্ষিকী পালিত

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গলাচিপা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা: মঙ্গলবার গলাচিপায় সাংবাদিক আলতাফ মাহমুদের ১ম মৃত্যু বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মরহুমের সমাধি স্থানে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খানি, আলোচনা সভা ও দোয়া মোনাজত। সাংবাদিক আলতাফ মাহমুদ স্মৃতি সংসদের আহŸায়ক মুক্তিযোদ্ধা আবু কালাম মোহাম্মদ ঈছার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য। বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা হাজী মো. শাহজাহান মিয়া, প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা টিটো, গলাচিপা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফোরকান কবির, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা আ স ম জাওয়াত সুজন, সাংবাদিক আলতাফ মাহমুদের ভাগ্নে নাসির উদ্দীন মাহমুদ, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সহ-সভাপতি খালিদ হোসেন মিল্টন, সম্পাদক মুশফিকুর রহমান, মো. কাওসার প্রমুখ। আলোচকরা সৎ ও নিবেদিত প্রাণ মরহুম সাংবাদিক আলতাফ মাহমুদকে সাংবাদিকতায় একুশে পদক প্রদান করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ