Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

গলাচিপায় পাঁচ কি.মি. এলাকা জুড়ে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গলাচিপা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : গতকাল বৃহস্পতিবার গলাচিপা পৌরশহরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জঙ্গি, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা গণপ্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা। এতে উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, শিক্ষক, আইনজীবী ও সাংবাদিকসহ সকল শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূতভাবে অংশগ্রহণ করে।
গলাচিপা উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে সরকারি ভোকেশনাল টেক্সটাইল স্কুল পর্যন্ত ৫ কিলোমিটার ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ মানববন্ধনে বক্তৃতা করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুজ্জামান লিকন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার রুহুল আমিন ভ‚ঁইয়া, অধ্যক্ষ মো: ফোরকান কবির ও মো: শাহজাহান মিয়া প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের ৮২টি স্থানে অর্ধ লক্ষাধিক মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ ছাড়াও উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গলাচিপায় পাঁচ কি.মি. এলাকা জুড়ে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ