প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : বছরের প্রথম গান হিসেবে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন-এ গাইলেন কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক তানভীর তারেক। ‘তুমি শুধু প্রেম নও’ শিরোনামের গানটি তানভীর তারেকের লেখা ও আরফিন রুমীর সুর-সঙ্গীতে তৈরি করা হয়েছে। পরিবর্তন-এর সঞ্চালক ও পরিচালক আনজাম মাসুদ বলেন, পরিবর্তন-এর প্রতি পর্বেই আমরা একটা থিম নিয়ে কাজ করি। তাই সবকিছুতে বৈচিত্র্য আনতেই এবারে আরফিন রুমীর সুরে তানভীর তারেক গাইলেন। সুফি রক ঘরানার গানটি দারুণ গেয়েছেন শিল্পী। আশা করছি অনুষ্ঠানটি প্রচারের পর দর্শকদের কাছেও গানটি ভালো লাগবে। তোমার দেয়া আলো আঁধারে/ হয় রাত দিন ভোর/তোমার এক ইশারাতেই/ভাঙে সব ঘুম ঘোর...এমন কথার গানটির গীতিকার ও কণ্ঠশিল্পী তানভীর তারেক বলেন, বছরের প্রথম গান এটি। আনজাম ভাই প্রথম প্রস্তাব করলেন আরফিন রুমীর সুরে গাইবার জন্য। পরে রুমীর স্টুডিওতে আমরা টানা কয়েকদিন বসে গানটির স্কেলসহ, লিরিক-টিউন বুঝে নিই। এটি আমার গাওয়া প্রথম কোনো সুফি রক। এত চড়া স্কেলে আমি কখনও গাইনি। আরফিন রুমী বলেন, তানভীর ভাইয়ের সাথে আমার পরিচয় এক যুগেরও বেশি সময়। তার পারিবারিক অনুষ্ঠানেও আমি গান গেয়েছি। কিন্তু একসাথে কাজ করা হয়নি। আমার কাজের প্রশংসা যেমন করেছেন, সাংবাদিক হিসেবে আমার কাজের সমালোচনাও করেছেন তিনি। তাই তার গান বাঁধতে গিয়ে খানিক ভিন্ন ঘরানা বেছে নিই, যে প্যাটার্নের গান তানভীর ভাই আগে কখনও গাননি। তিনি দারুণ গেয়েছেন। একজন সুরকার হিসেবে আমার স্বার্থকতা এখানেই। গানটি দর্শক-শ্রোতাদের কাছেও ভালো লাগবে আমার বিশ্বাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।