Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক ম্যাগাজিন প্রচ্ছদে কুমিল্লার জুবায়ের

সাদিক মামুন, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 আন্তর্জাতিক ম্যাগাজিন দ্য ভয়েস’র প্রচ্ছদে কুমিল্লার জুবায়ের ছবি। আর ভেতরে রয়েছে তার পেশাগত কৃতিত্ব এবং বাংলাদেশের পুঁজিবাজারের নীতিগত তত্ত্বের আলোকে বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন দিক। বাংলাদেশের কোন অর্থনৈতিক সংস্থার কর্মকর্তাকে নিয়ে দ্য ভয়েস এর প্রচ্ছদ প্রতিবেদন এটিই প্রথম। কেবল তা-ই নয়, বিশ্ববিখ্যাত অর্থনৈতিক পত্রিকা ‘দ্য ইকোনোমিস্ট’ দ্য ভয়েজের এ প্রতিবেদনটি হুবহু মুদ্রণ করেছে। ইতিমধ্যে আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রচ্ছদ হিরো কুমিল্লার জুবায়ের ছবি ও তাকে নিয়ে লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ব্যাপকহারে। পুরো নাম সাইয়িদ মাহমুদ জুবায়ের। সবার কাছে জুবায়ের নামেই পরিচিতি। কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের সাইয়িদ আলী খানের কনিষ্ঠ সন্তান জুবায়ের। জুবায়ের এক যুগেরও বেশি সময় ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের বিভিন্ন গুরুতপূর্ণ বিভাগের প্রধান এবং উন্নয়নমূলক কাজের সাথে জড়িত। বর্তমানে এ প্রতিষ্ঠানের মার্কেট অপারেশনস বিভাগের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে বিবিএ এবং এমবিএ ডিগ্রি প্রাপ্ত জুবায়ের যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নমূলক ও গবেষণামূলক প্রতিষ্ঠান চার্টার্ড ইন্সটিটিউট ফর সিকিউরিটিজ এ্যান্ড ইনভেস্টমেন্ট থেকে কর্পোরেট ফাইন্যান্স ও সিকিউরিটিজ মার্কেটের ওপর আন্তর্জাতিক কোর্স সম্পন্ন করেন। এ প্রতিষ্ঠানে জুবায়ের সহযোগী সদস্যপদও লাভ করেছেন। যা বাংলাদেশে প্রথম।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক ম্যাগাজিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ