Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আজ বিটিভিতে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:১১ এএম

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন-এর ৩০তম পর্ব প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর। ২০১৮ সালের শেষ পরিবর্তন সাজানো হয়েছে মোট ১৭টি পরিবেশনা দিয়ে। ৩০তম পর্ব এবং বিজয়ের মাস ডিসেম্বর মাস বিধায় বিভিন্ন সেগমেন্টে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধ, দেশাত্মবোধ ও ত্রিশ বিষয়ক কথা বার্তা প্রাধান্য পেয়েছে। পরিবর্তনের এবারের পর্বের জন্য তৈরী করা হয়েছে ৩টি নতুন গান। গীতিকবি এ মিজানের কথায় সুজন আরিফ এর সুর ও সংগীত পরিচালনায় একটি গান গাইবেন প্রতিশ্রুতিশীল সংগীত শিল্পী প্রিয়াংকা বিশ্বাস। গীতিকবি দেলোয়ার আরজুদা শরফ এর কথায় প্লাবন কোরেশীর সুরে জাহিদ বাশার পংকজ এর সংগীত পরিচালনায় আরেকটি গান গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী লালনকণ্যা বিউটি। ফোক ঘরানার এই গানটি আশা করি দর্শকদের ভালো লাগবে। প্রিয় মাতৃভ‚মি বাংলাদেশ এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রা নিয়ে মেধাবী গীতিকবি জাহিদ আকবরের লেখা ও সুরকার সংগীত শিল্পী সুজন আরিফ এর সুর ও সংগীতে একটি দেশাত্মবোধক গান গাইবেন এ্ই প্রজন্মের ৬ জনসংগীত শিল্পী হৈমন্তী রক্ষিতমান, অপু আমান, উপমা, ইমরান খন্দকার, শেনীজ ও মেজবাহ বাপ্পি। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রা নিয়ে বিভিন্ন শিল্পীর গাওয়া তিনটি গানের অংশ বিশেষের সাথে আবুনা ঈমের পরিচালনায় ঈমখান ড্যান্স কোম্পনিসহ শিল্পীদের অংশ গ্রহণে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী আবু নাঈম, সিনথিয়া ইয়াসমিন, অমৃতা খান এবং শাওন। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিন জন দর্শক নিয়ে দর্শক প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছে চিত্রাংকন বিষয়ক প্রতিযোগিতার মাধ্যমে। প্রতিযোগিতার বিষয় জাতীয়পাখি, পশু এবং ফুল। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থেকে ১ম, ২য় এবং তৃতীয় স্থান নির্ধারণ করেছেন চিত্রশিল্পী মীর আহসান। হজম আলী, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাঁচকাটা খাঁচকাটা, উল্টো চলা, হিট করছে, মমিন-হাতেম, দুই মহিলা, তিন ব্যক্তি, মানিক-রতন প্রভৃতি নিয়মিত পর্বে রয়েছে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রুটি বিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙাত্বক ও হাস্য রসাত্মক বিভিন্ন নাট্যাংশ। নাট্যাংশগুলোতে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, পরনিন্দা পরচর্চা, স্কুল কলেজে ভর্তি বাণিজ্য, ভেজাল, ঘুষ দুর্নীতি, বিদেশী অপসংস্কৃতি চর্চা, এবং ৩০ বিষয়ক কথাবার্তা প্রাধান্য পেয়েছে। সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাগাজিন অনুষ্ঠান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ