নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : কোচ অ্যান্তোনিও কোন্তের সাথে ডিয়াগো কস্তার মনোমালিন্য নিয়ে বেশ ক’দিন ধরেই সরগরম ইংলিশ গণমাধ্যমগুলো। কিন্তু কস্তার মাঠের পারফরম্যান্সে তা বোঝার উপায় কই। প্রিমিয়ার লিগে রুটিন জয় পেয়েছে চেলসি, একাদশে ফিরেই সেই জয়ের নায়ক কস্তা। ঘরের মাঠে হাল সিটিকে তারা হারিয়েছে ২-০ গোলে। অপর গোলটি করেন গ্রে কাহিল। তবে চেলসির জয় কিংবা কস্তা নয়। পরশু রাতে আলোচনার জন্ম দিয়েছেন আর্সেন ওয়েঙ্গার ও তার দল আর্সেনাল। বার্নলির বিপক্ষে নাটকীয়তায় ভরা ম্যাচটি অবশ্য ১০ জনের দল নিয়েও ২-১ গোলে জিতেছে গানাররাই।
আনফিল্ডে ম্যাচের বয়স তখন ৯৩ মিনিট, দ্বিতীয়ার্ধে করা শোকাদ্রান মুস্তাফির গোলে ১-০ তে এগিয়ে স্বাগতিকরা। হঠাতই আর্সেনালের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি জনাথন মস। ডাগআউটে তখন মেজাজ ঠিক রাখতে পারেননি ওয়েঙ্গার। খারপ প্রতিক্রিয়ার কারণে তাকে মাঠ থেকে বের করে দেন মসৃ। কিন্তু টানেলের মাঝে গিয়ে ম্যাচের শেষ মুহূর্তটা দেখছিলেন ওয়েঙ্গার। চার অফিসিয়াল সেখান থেকে তাকে চলে যেতে বললে উল্টো তাদেরকে ধাক্কা মেরে বসেন ৬৭ বছর বয়সী ফরাসি কোচ। যে ঘটনায় ফুটবল অ্যাসোসিয়েশনের বড় ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন ওয়েঙ্গার। পরে ৯৮তম মিনিটে করা অ্যলিক্সিস সানচেসের পেনাল্টি গোলে ২-১ ব্যবধানের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
ওয়েঙ্গার অবশ্য জিতেই খুশি, ‘শেষ পর্যন্ত আমরাই জিতেছি। তবে অবশ্যই এটা আমাদের জন্য কঠিন ছিল।’ এমিরেটস স্টেডিয়ামে নাটকীয়তার শুরু ৬৫তম মিনিটে গ্রেনিত জাঙ্কার লাল কার্ডের মধ্য দিয়ে। ক্লাবের হয়ে এটি তার পঞ্চম লাল কার্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা কোনো খেলোয়াড় তার চেয়ে বেশি লাল কার্ড দেখিনি। রেফারিকে দুষেছেন বার্নলি বস সেন ডাইসও, ‘শেষ দিকে আমাদের জন্য দিনটা কঠিন ছিল। এভাবে ম্যাচ হারাটা সত্যিই কঠিন। এমন পরিস্থিতিতে একটা অফসাউড না দেয়া খুব বাজে ব্যাপার। আমরা জানি, এটা কঠিন সিদ্ধান্ত ছিল কিন্তু অফিশিয়ালদের আরো সঠিক হতে হবে।’ পয়েন্ট তালিকাতেও খুব বেশি রদবদল হয়নি। ৫৫ পয়ন্ট নিয়ে শীর্ষেই আছে চেলসি, ৮ পয়েন্টে পিছিয়ে দুইয়ে উঠে এসেছে আর্সেনাল। তিন ও চারে নেমে গেছে টটেনহাম (৪৬) ও লিভারপুল (৪৫)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।