Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উশুর প্রতিভা অন্বেষণের চুড়ান্ত পর্ব শুরু

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে তৃণমূল পর্যায় থেকে তুলে আনা খেলোয়াড়দের নিয়ে প্রতিভা অন্বেষণের চ‚ড়ান্ত পর্ব শুরু করেছে বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশন। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এই পর্বে ১৮ জেলা থেকে বাছাই করা ১৮ জন ছেলে ও সমান সংখ্যক মেয়ে সহ ৩৬ খেলোয়াড় নিয়ে শুরু হয় উশুর প্রতিভা অন্বেষণের চ‚ড়ান্ত পর্ব। এই পর্বে আবাসিক ক্যাম্প চলবে এক মাস। প্রতিভা বাছাই প্রসঙ্গে উশু অ্যাসেসিয়েশনের যুগ্ম-সম্পাদক দুলাল হোসেন বলেন, ‘গোপালগঞ্জ, বাগের হাট, মাদারিপুর, নড়াইল, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালি, শেরপুর, নেত্রকোনা, মাগুরা, গাজিপুর, চট্টগ্রাম, রাজশাহী, কক্সবাজার, ঢাকা, মুন্সীগঞ্জ, সিলেট ও মানিকগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার মাধমে আমরা প্রচারণা চালিয়েছি। মাইকিং করেছি। শতাধিক প্রতিযোগি থেকে বাছাই করে ২০ জন করে নিয়ে পাঁচদিনের ট্রেনিং করিয়েছি। সেখান থেকেই বাছাইকৃত দু’জন করে সুযোগ পেয়েছেন চ‚ড়ান্ত ক্যাম্পে।’ তিনি আরো বলেন,‘মাসব্যাপী অনুশীলন শেষে আমরা ক্লাব কাপ উশুর আয়োজন করব। যেখানে অংশ নেবে এই ক্যাম্পের খেলোয়াড়রা। সেখান থেকে সেরা ১০ জন করে ২০ জনকে বাছাই করে ভবিষ্যতের জন্য তৈরি করব। অর্থাৎ তাদেরকে কোনোভাবেই হারিয়ে যেতে দেবো না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুরু


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ