Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ব্যতিক্রমি উদ্যোগ দেড় হাজার পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে ফ্রি কোচিং

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সাদিক মামুন, কুমিল্লা থেকে : এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করা প্রায় ১৫শ’ ছাত্রীর জন্য ফ্রি কোচিংয়ের এক ব্যতিক্রমি উদ্যোগ শুরু করেছে নারী শিক্ষায় কুমিল্লা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা সরকারি মহিলা কলেজ। এ প্রথমবারের মতো গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ফ্রি কোচিংয়ে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শতভাগ পাশের লক্ষ্যকে সামনে রেখে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর পরীক্ষা শুরুর আগ পর্যন্ত চলবে কোচিং ক্লাশ। কোচিংয়ের জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে কোন ধরণের ফি নেওয়া হবেনা।
এবছরের এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে এবারে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১ হাজার ৫৬৩ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেবে। গত কয়েক বছরে এইচএসসির ফলাফলে দেখা গেছে অকৃতকার্যদের বেশিরভাগই আবশ্যিক বিষয় ইংরেজিতে ফেল করেছে। এছাড়াও বিজ্ঞানের ছাত্রীদের মধ্যে রসায়ন ও পদার্থে এবং ব্যবসা শিক্ষায় সিাব বিজ্ঞানে আশানুরূপ নম্বর অর্জন করতে পারতো না। ওই চারটি বিষয়ে ছাত্রীদের দুর্বলতা কাটিয়ে তোলা এবং শতভাগ পাশের লক্ষ্যকে সামনে রেখে কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূইয়া সকল শিক্ষকদের সাথে আলোচনাক্রমে পরীক্ষার্থীদের বিনাখরচে কোচিং ক্লাশ করানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। পরে পরীক্ষার্থীদের ফ্রি কোচিংয়ের সুযোগ গ্রহণের খবরটি জানিয়ে দেয়া হয়। গত বৃহস্পতিবার থেকে শুরু হয় ওগুরুত্বপূর্ণ ওই চারটি বিষয়ের ওপর ফ্রি কোচিং ক্লাশ। শুরুতে ব্যাপক সাড়া পেয়েছেন ফ্রি কোচিংয়ে নিয়োজিত শিক্ষকরা। যেসব ছাত্রী এখনো ফ্রি কোচিংয়ের খবরটি জানতে পারেনি তাদেরকে জানানোর প্রক্রিয়াও শুরু করেছেন কলেজ কর্তৃপক্ষ।
ফ্রি কোচিং প্রসঙ্গে জানতে চাইলে কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূইয়া বলেন, ‘কলেজের অতীতের সুনাম ও সাফল্য ধরে রাখার লক্ষ্যে আমরা এবারের এইচএসসি পরীক্ষায় আমাদের কলেজের প্রায় দেড় হাজার পরীক্ষার্থীর সবাই যাতে সাফল্যের সাথে উত্তীর্ণ হতে পারে এজন্য কোচিং ক্লাশের মতো একটি উদ্যোগ চালু করেছি। বিগত সময়ে দেখা গেছে বেশিরভাগ ছাত্রীই আবশ্যিক বিষয় ইংরেজিতে খারাপ করে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। আবার বিভাগ অনুযায়ি দেখা যায় অনেকে হিসাব বিজ্ঞান, রসায়ন, পদার্থেও ভাল নম্বর পায়না। এবারে আমরা চাই আমাদের মেয়েরা গুরুত্বপূর্ণ ওই চারটি বিষয়ে নিজেদেরকে ভালভাবে তৈরি করুক এবং অন্যান্য বিষয়েও মনোযোগী হয়ে ওঠুক। আর এজন্য পরীক্ষার অন্তত তিনমাস আগ পর্যন্ত তারা কলেজে এসে গুরুত্বপূর্ণ চারটি বিষয়ে কোচিং করুক এবং অন্যান্য বিষয়ে ধারণা নিয়ে যাক। যাতে করে এবারের এইচএসসিতে শতভাগ পাশের গৌরব আমরা অর্জন করতে পারি।
কুমিল্লা শহরের ঐতিহাসিক রাণীরদিঘী থেকে মাত্র দুইশ’ গজ দক্ষিণ-পূর্ব প্রান্তে মনোহরপুর এলাকায় শিক্ষার মনোরম সুষ্ঠু পরিবেশ, নিরাপদ আবাসন ব্যবস্থা, সহশিক্ষা কার্যক্রমে এগিয়ে চলা প্রায় কুমিল্লা সরকারি মহিলা কলেজ এখন প্রায় আট হাজার ছাত্রীর প্রাণের শিক্ষাঙ্গণে রূপ নিয়েছে। দীর্ঘ ৫৫ বছর ধরে নারী শিক্ষা প্রসারে অভাবনীয় সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে কলেজটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ