Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামিক ফ্রন্ট মহাসচিব আল্লামা জুবাইরের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের গাড়িবহরে হামলার প্রতিবাদে গতকাল (রোববার) উত্তর জেলা ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বনির্ধারিত ছাত্র সমাবেশে যোগদানের উদ্দেশে হাটহাজারী যাওয়ার পথে আল্লামা জুবাইরের গাড়িবহরে ইট-পাটকেল মারতে থাকে। উপরন্তু ৫০-৬০ জনের একটি গ্রুপ পূর্বপরিকল্পিতভাবে লাঠি, হকিস্টিক নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে আহলে সুন্নাত, ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার ১০ জন কর্মী আহত হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসন ও স্থানীয় লোকজনের সহায়তায় তিনিসহ ফ্রন্ট-সেনাকর্মীরা প্রাণে বেঁচে যান।
অধ্যাপক হাফেজ আহমদ বলেন, এ হামলা দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুস্থতা বিনষ্টের অপপ্রয়াস। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। জঙ্গি ও সন্ত্রাসবাদী কর্মকান্ডের সাথে ইসলামের দূরতম সম্পর্ক নেই। ইসলামের কালজয়ী ও শাশ্বত আদর্শালোকে এদেশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা সুশৃঙ্খল ও কার্যকর আন্দোলন-সংগ্রাম করে আসছে। সংবাদ সম্মেলনে আজ ২৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রæয়ারি পর্যন্ত সকল থানা সদরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি এবং ৪ ফেব্রæয়ারি লালদীঘি চত্বরে চট্টগ্রাম জেলা ইসলামিক ফ্রন্টের উদ্যোগে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান, চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর, দক্ষিণ জেলা সভাপতি স ম হামেদ হোসাইন, মহানগর সহ-দফতর সম্পাদক এ এম মঈন উদ্দিন চৌধুরী হালিম, ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ছাত্রনেতা খ ম জামাল উদ্দিন, সিরাজ উদ্দিন তৈয়বী প্রমুখ।



 

Show all comments
  • ZAHIR ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:৪৮ পিএম says : 0
    এ হামলা দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুস্থতা বিনষ্টের অপপ্রয়াস। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। জঙ্গি ও সন্ত্রাসবাদী কর্মকান্ডের সাথে ইসলামের দূরতম সম্পর্ক নেই। ইসলামের কালজয়ী ও শাশ্বত আদর্শালোকে এদেশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা সুশৃঙ্খল ও কার্যকর আন্দোলন-সংগ্রাম করে আসছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামিক

৪ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ