Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাম্পে ফিরছেন মিমো

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : অবশেষে জাতীয় হকি দলের ক্যাম্পে ফিরছেন দেশসেরা ফরোয়ার্ড পুষ্কর ক্ষিসা মিমো। জাতীয় দলের জার্মান কোচ অলিভার কার্টজ প্রাথমিক স্কোয়াডের ২৫ জনের তালিকায় মিমোকে বিবেচনায় আনেননি। ফলে কোচের উপর অনেকটা অভিমান করেই এতদিন ক্যাম্পের বাইরে ছিলেন তিনি। তবে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেকের হস্তক্ষেপে মান ভাঙলো মিমোর। আর তাই জাতীয় দলের নির্ভরযোগ্য এই ফরোয়ার্ড ক্যাম্পে যোগ দিতে আজ রাঙ্গামাটি থেকে সরাসরি সাভারের বিকেএসপিতে যাচ্ছেন।
গতকাল রাঙ্গামাটি থেকে ঢাকায় আসার পথে মিমো মুঠোফোনে জানান, ‘সাদেক ভাই আমাকে ফোন করেছিলেন। উনি নাকি কোচ অলিভারের সঙ্গে কথা বলেই আমাকে ক্যাম্পে যোগ দিতে বলেছেন। তাই আমি ঢাকায় আসছি। আগামীকাল (আজ) ক্যাম্পে যোগ দেবো।’ তবে স্থানীয় কোচ মাহবুব হারুন শঙ্কিত। তিনি বলেন, ‘মিমোকে তো আজই (গতকাল) ক্যাম্পে যোগ দিতে বলেছিলেন অলিভার। এখন সে যদি সোমবার আসে তাহলে বিষয়টি কিভাবে নেবেন জার্মান কোচ তা আমি বলতে পারছি না।’
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আগামী ৪ মার্চ শুরু হবে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা। শেষ হবে ১২ মার্চ। এ আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও চীন, ফিজি, ওমান, শ্রীলঙ্কা, কানাডা, মিশর ও ঘানা অংশ নিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যাম্পে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ