Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৫ দেশের প্রতিনিধি দল মানিকগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্প পরিদর্শন

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : মানিকগঞ্জের পাঞ্জনখাড়া গ্রামে একটি বাড়ি একটি খামারের একটি প্রজেক্ট পরিদর্শন করেছেন আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এএআরডিও) অন্তর্ভুক্ত ৩৫টি দেশের প্রতিনিধি। গতকাল শনিবার সকাল ১১টায় প্রতিনিধি দলটি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখারা গ্রামে আসলে স্থানীয়রা তাদেরকে ফুল দিয়ে বরণ করেন। খামার পরিদর্শন উপলক্ষে বাড়ির প্রাঙ্গণে একটি বাড়ি একটি খামারের সদস্যদের নিয়ে মতবিনিময় করেন। তাদের দেশীয় পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। প্রতিনিধি দলটি সদস্যদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন। প্রতিনিধি দল সংগঠনটির চেয়ারপারসন উমাদুথ জাদু এবং মহাসচিব ইঞ্জিনিয়ার ওয়াসফি হাসান ইল-¯্রইেহিনসহ সংগঠনের ৩৫টি দেশের প্রতিনিধিদল, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব ও সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড)-এর মহাপরিচালক মুহাম্মদ মওদুদুর রশিদ সাফদার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক আকবর হোসেন, রুরাল ডেভেলপমেন্ট একাডেমির দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক এমএ মতিনসহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আব্দুল আওয়াল, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদত খোন্দকার, স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল স্থানীয় বিভিন্ন সমিতির সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন কার্যক্রম পোল্ট্রি খামার, বায়োগ্যাস এবং বিশুদ্ধ পানি উত্তোলন করে তা এলাকাবাসীর মাঝে সুষম বন্টন দেখে ভূয়সী প্রশংসা করেন। এর আগে প্রতিনিধি দলটি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩৫

১৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ