Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইন্ডিয়ান মুসলিম চেম্বার প্রতিনিধি দল চট্টগ্রামে

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ইন্ডিয়ান মুসলিম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এক বাণিজ্য প্রতিনিধি দল গতকাল (শনিবার) চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাথে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে মতবিনিময় সভায় মিলিত হন। উভয় চেম্বার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে সম্ভাবনার পূর্ণসদ্ব্যবহার সম্ভব হয়নি। উভয় দেশ পরস্পরকে শুল্ক সংক্রান্ত অনেক সুবিধা দিলেও কাস্টম স্টেশন, যোগাযোগসহ বিভিন্ন অশুল্ক বাধা এক্ষেত্রে মূল কারণ। তিনি এসব বাধা দূর করার মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ১.২ বিলিয়ন পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব বলে মনে করেন। এক্ষেত্রে উভয় দেশের প্রাইভেট সেক্টরের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন চেম্বার সভাপতি।
ইন্ডিয়ান মুসলিম চেম্বার সভাপতি মোহাম্মদ দাউদ খান বলেন, কৃষি অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে ভারতীয় কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে উভয় দেশ লাভবান হতে পারে। তিনি হালাল সার্টিফিকেশনের ক্ষেত্রে বিশেষজ্ঞ সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে ভারতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি এবং ভারত থেকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বিভিন্ন সেক্টরের প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরির আহŸান জানান।
চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ মুক্তিযুদ্ধের সময় ভারতের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বর্তমানের ন্যায় ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিবেশী বন্ধুপ্রতিম দু’দেশ অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন। বক্তারা যৌথ উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামে বিশেষজ্ঞ চিকিৎসা কেন্দ্র স্থাপন, নির্মাণাধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, মিড লেভেল ম্যানেজমেন্টে প্রয়োজনীয় মানবসম্পদ উন্নয়ন, বিসিআইএম ইকনোমিক করিডোর বাস্তবায়ন, আইটি ও কৃষিজাত পণ্যের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, মুসলিম চেম্বার সভাপতি মোহাম্মদ দাউদ খান ও পরিচালক সালমান, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, প্রাক্তন সভাপতি মির্জা আবু মনসুর, প্রাক্তন পরিচালক ড. মঈনুল ইসলাম মাহমুদ, ব্যবসায়ী নেতা তাহের সোবহান, বেঙ্গল শিপিংয়ের এমডি মোহাম্মদ এ আউয়াল বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে চেম্বার পরিচালক মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মোহাম্মদ হাবিবুল হক, হাবিব মহিউদ্দিন, সরওয়ার হাসান জামিল, অঞ্জন শেখর দাশ ও মোঃ আরিফ ইফতেখার, বিকেএমইএ’র সাবেক পরিচালক শওকত ওসমান, সিএন্ডএফের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, ইস্পাহানী গ্রæপের জিএম মিনহাজ উদ্দিন আহমেদ, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সভাপতি জসিম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ, বাণিজ্য প্রতিনিধি দলের সদস্যগণ ও দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমেদ সুলেমান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাক্ষরিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ