বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় অবস্থিত নগর মাতৃসদন থেকে জন্মের ছয় ঘণ্টা পর চুরি হওয়া নবজাতকটি ঘটনার দুই দিনেও হদিস করতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নবজাতকটি চুরির ঘটনা ঘটে। নবজাতকটি উদ্ধার না হওয়ায় প্রায় ভেঙে পড়েছেন মা মুক্তি খাতুন (১৮)।
এদিকে নবজাতক চুরির ঘটনায় মুক্তি খাতুনের মা রোজিনা খাতুন বাদি হয়ে নগরীর শাহমখদুম থানায় একটি মামলা করেন। এ মামলায় নগরীর ডাশমারী এলাকার তোহুরা খাতুন নামে এক নারীকে গ্রেফতার করে। তহুরা নগর মাতৃসদনের স্বাস্থ্যকর্মী। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাচ্চাটি অচেনা এক নারী চুরি করেছেন, যার সঙ্গে স্বাস্থ্যকর্মী তহুরা খাতুনের পরিচয় আছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বাচ্চার সন্ধান মিলতে পারে। তাই আদালতে তহুরার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। রোববার রিমান্ড আবেদনের শুনানি হতে পারে।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা এখনও বাচ্চাটিকে উদ্ধার করতে পারিনি। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। চেষ্টার অংশ হিসেবে শুক্রবার রাতে আমরা ওই মাতৃসদনের একজন নার্সকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।