Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার রেডিও স্টেশনের বিরুদ্ধে লাইভ স্ট্রিমিংয়ের নামে অশ্লীলতা!

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: এবার ফেসবুকে রেডিও স্টেশনের লাইভ স্ট্রিমিং নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে। রেডিও স্টেশন স্পাইস এফএমের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং ভিডিও ‘কামড় দিও না’ প্রচার হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। অশ্লীল কথার গানটির সঙ্গে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গিতে নাচতে দেখা যায় আরজে তাজ ও অভিনেত্রী শেরতাজকে। এবার একই ধরনের কুরুচির পরিচয় পাওয়া গেল ‘লালন নাইট’ নামের আরেকটি ভিডিওতে। লালন নাইট বলা হলেও বাজানো হয়েছে কামাল পাশার লেখা বিখ্যাত গান ‘দিলে কি দয়া হয় না’। এ গানটিতেও তাজকে উত্তেজক পোশাক ও অঙ্গভঙ্গিতে দেখা যায়। তাকে সঙ্গ দিয়েছেন মডেল-সঞ্চালক শ্রাবণ্য তৌহিদা। অনুষ্ঠানটি প্রচার হয় গত বৃহস্পতিবার রাতে। ভিডিওটি সম্পর্কে ক্যাপশনে বলা হয়, ‘কামড় দিও না’র সাফল্যের পর গর্জিয়াস ডিভা আরজে তাজ লালন নাইট উদযাপন করছেন। লাইভ স্ট্রিমিং ভিডিওতেও আগের গানটির মতো অশ্লীল ও নেতিবাচক মন্তব্য পরিলক্ষিত হয়। সঙ্গীত পরিচালক আহমেদ হুমায়ূন ফেসবুকে লিখেন, আসুন আমরা যারা গান বাজনা করি, তারা আজ থেকে থ্রিএক্স গান বানাই। এতে অবাক হবার কিছু নাই। আর আমিও পাগল হয়ে যাইনি। কারণ, আমরা ভদ্র সমাজ বলতে যাদের বুঝি, তাদের ছেলে-মেয়ে যদি অনায়াসে বাসা-বাড়িতে বসে বাবা-মার সামনে এসব গান শোনে, আবার এই গান ছেড়ে নাচানাচি করে ভিডিও করে ফেবসুকে পোস্ট করে, তাহলে আমাদের বানাতে দোষ কি? আর নিচে নামার জায়গা নেই, সেগুলোই প্রমাণ করে এই গানগুলো। কি যে গানের ভাষা, আর কি মিউজিক, কি গায়কি, আর কি ভিডিও, কোনদিকে যাচ্ছে আমাদের সংস্কৃতি? সঙ্গীতশিল্পী শাহরিয়ার রাফাত লেখেন, আলোচনা না, তীব্র প্রতিবাদ জানালাম। দূর হোন আমার বাংলাদেশ থেকে। আপনি জানেন না, আপনার পরিবারের মানুষগুলো দেখছে? হয়ত আছে কি না সন্দেহ। একজন রেডিও জকি ও একটা মাধ্যম কখনো এইগুলো করতে বা দেখাতে পারে না। গীতিকার সোমেশ্বর অলি রেডিও চ্যানেলটির কর্মকÐকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করেন। তরুণ নির্মাতা রাইয়ান রাফি লেখেন, যে রেডিও অফিসিয়ালভাবে এই ধরনের পর্নো গান বাজায় এরা এ দেশে লাইসেন্স পায় কিভাবে? নষ্টামির একটা সীমা থাকা উচিৎ। ধিক্কার জানাই এই পর্নো রেডিওকে। উল্লেখ্য, এর আগে অশ্লীল ও ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগ উঠে এফএম রেডিওর বিরুদ্ধে। তাতে নতুন মাত্রা দিল লাইভ স্ট্রিমিং।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেডিও


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ