Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের যাত্রা শুরু

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চীন। গত রবিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে। চীনের দাবি, প্রকল্পটি মানুষের ভিনগ্রহের প্রাণি খোঁজার কাজে সহায়ক হবে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পার্বত্য গুইঝু এলাকায় দ্য ফাইভ হানড্রেড মিটার এপারেচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ (ফাস্ট) তার কার্যক্রম শুরু করে। ফাস্টের নির্মাণ কাজ ২০১১ সালে শুরু হয়। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৮ কোটি মার্কিন ডলার। এটির আয়তন প্রায় ৩০টি ফুটবল মাঠের সমান। ফাস্ট মহাকাশে বিভিন্ন তল্লাশির পাশাপাশি বুদ্ধিমান প্রাণিজগতের খোঁজে কাজ করবে। উল্লেখ্য, চীন তার অগ্রগতি বিশ্বকে জানান দিতে সামরিক শক্তির পাশাপাশি মহাকাশেও কোটি কোটি ডলারের প্রকল্প হাতে নিয়েছে। দেশটি আগামী ২০২০ সালের মধ্যে মহাশূন্যে স্থায়ী মহাকাশ কেন্দ্র নির্মাণ এবং চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের যাত্রা শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ