পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে অনির্বাচিত সরকারের বিধান আদালত নাকচ করে দেয়ায় অনির্বাচিত সরকার গঠনের অবকাশ বাংলাদেশে আর নেই। সুতরাং নির্বাচনকালীন সরকার কি কাজ করলে নির্বাচন ভালো হবে সে ব্যাপারে পরামর্শ নেয়া যেতে পারে। কিন্তু নির্বাচনকালীন অনির্বাচিত সরকার গঠনের প্রস্তাব সাংবিধানিক ও আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বিএনপি নেতৃবৃন্দের অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব কার্যত নির্বাচন ভ-ুল করার প্রস্তাব, দেশে সাংবিধানিক সঙ্কট তৈরীর প্রস্তাব।
শুক্রবার বেলা সাড়ে নয়টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী ইনু বলেন, বিএনপির সাথে নির্বাচন আর গনতন্ত্রের প্রস্তাব নিয়ে আলোচনা পরে। আগে বিএনপি ও বেগম খালেদা জিয়াকে জমায়াত, রাজাকার ও জঙ্গি ছাড়তে হবে। কারণ জমায়াত, রাজাকার ও জঙ্গিদের সাথে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না।
মন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে সাংবিধানিক প্রক্রিয়া এগুবে, সেই প্রক্রিয়াতে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধের দল জামায়াত যেন অংশগ্রহণ করতে না পারে সেই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার।
এসময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জেলা প্রশাসক জহির রায়হান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।