Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ সরকারের জুলুম নির্যাতন থেকে জনগণ মুক্তি চায় রাসিক মেয়র

জিয়া মঞ্চে জিয়া’র ৮১তম জন্ম উৎসব পালন

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা : কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, দেশে কোন গণতন্ত্র নেই। ফলে গণতন্ত্র আজ বিপন্ন। সরকার বিএনপির নেতাকর্মীদের জেল-জুলুম নির্যাতন করছে। জিয়া আমাদের আদর্শ। বাংলাদেশের উন্নয়নে তিনি একজন পথ প্রদর্শক ছিলেন। তিনি আরো বলেন, এ সরকারের জেল জুলুম নির্যাতন থেকে জনগণ মুক্তি পেতে চায়। তিনি গতকাল শুক্রবার বিকাল ৪টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্ম উৎসব উপলক্ষে জিয়ার জন্মভূমি গাবতলীর বাগবাড়ী ‘জিয়া মঞ্চে’ নশিপুর ইউনিয়ন বিএনপির ও জিয়া পরিবারের যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জিয়া’র ৮১তম জন্ম উৎসব উদযাপন কমিটির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপিসাধারণ সম্পাদক মতিয়ার রহমান মুন্টু, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপিসাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা শেখ তাহা উদ্দিন নাইম, এড্যাঃ রাফি পান্না, রোকন তালুকদার, গাবতলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, জেলা শ্রমিকদল নেতা আব্দুর রহিম পিন্টু, ড্যাব নেতা অধ্যাপক ডাঃ ইকবাল হোসেন, ডাঃ আব্দুর রশিদ, বিএনপির নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, আবু তাহের, নশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজার রহমান ফারুক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক জোবাইদুর রহমান গামা, বিএনপির নেতা মনিরুজ্জামান ফারুক, অধ্যক্ষ ফজলার রহমান, আমিনুল ইসলাম রাঙ্গা, জহুরুল ইসলাম সজল, শফিকুল ইসলাম শফিক, জুলফিকার হায়দার গামা, মাহবুবুর রহমান, শাহীন সরকার, মামুনুর রশিদ, মোমিনুল হক, জিয়া পরিষদ নেতা অধ্যাপক নূরে আলম সিদ্দীকি, যুবদল নেতা রফিকুল ইসলাম, মুকুল হোসেন, আব্দুর রহিম, সাজ্জাদ আলী, বজলুজ্জামান, তৌহিদুল ইসলাম, মোবারক আলী, সামছুল আলম, শফিকুল ইসলাম, সুমন, রব্বানী, শাহীন, অরন্য কুসুম, এম আর ইসলাম রিপন, হারুনুর রশিদ হারুন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ