Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : র‌্যাবের অভিযানের বিরুদ্ধে দিনাজপুরে ওষুধের দোকানে অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। ৪ দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন। গত বৃহস্পতিবার বিকালে র‌্যাব-১৩ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানকে সঙ্গে নিয়ে দিনাজপুর জেনারেল হাসপাতালের সামনে আরমান ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ১ লাখ টাকা এবং রোগমুক্তি ক্লিনিককে ২ লাখ টাকা ও আনোয়ারা ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। র‌্যাবের অভিযানের জরিমানার টাকা ফেরত ও জেলা ড্রাগ সুপারের বদলিসহ ৪ দফা দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় জেলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন। ধর্মঘটের ফলে জেলার সব ওষুধের দোকান বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী এবং ওষুধ কিনতে আসা ক্রেতারা। অ্যাসোসিয়েশনের অন্য ২টি দাবি হচ্ছে ফার্মেসিতে কী ধরনের ওষুধ থাকবে তার একটি তালিকা প্রণয়ন এবং চিকিৎসকরা যাতে করে তালিকার বাইরে ব্যবস্থাপত্র না দিতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা। ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক বিনোদ সরকার জানান, ৪ দফা দাবিতে তারা আন্দোলন করছে। বৃহস্পতিবার রাত ১১টায় ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক মীর খায়রুল আলমের আবাসিক অফিসে হস্তান্তর করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেয়া না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। তিনি জানান, দোকানে কী কী ধরনের সামগ্রী থাকবে তার কোনো সুনির্দিষ্ট তালিকা নেই। তাই ওষুধ সম্পর্কিত সব ধরনের সামগ্রী তাদেরকে দোকানে রাখতে হয়। কিন্তু সব ধরনের সামগ্রী রাখার জন্য জরিমানা করা হয়েছে। তাছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা হয় না, পরবর্তীতে সেগুলো কোম্পানির প্রতিনিধিদের দেয়া হয়। কোনো প্রকার কথা না শুনেই জরিমানা করা হয়েছে। তাদের ৪ দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। দিনাজপুর জেলা ড্রাগ সুপার রফিকুল ইসলাম জানান, অভিযানে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করার দায়ে ২টি ক্লিনিককে জরিমানা করা হয়েছে। একই সাথে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও ওষুধের বাইরে অন্য সামগ্রী দোকানে রাখার দায়ে কয়েকটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। আইন অনুযায়ীই এসব করা হয়েছে বলে জানান তিনি। অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার ইসলাম ও সাধারণ সম্পাদক আফতাব উদ্দীন চৌধুরী জানান, ৪ দফা আদায় না হওয়া পর্যন্ত ওষুধের দোকানে ধর্মঘট অব্যাহত থাকবে। আজ শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ