রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদী উপজেলার বারারচর গ্রামের একটি মাঠ থেকে পার্শ্ববর্তী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেনুয়ারচর পূর্বপাড়ার মমিন মিয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাতে মমিন তার স্ত্রী শিরিনাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। আহত শিরিনাকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর থেকে মমিন বাড়ী থেকে পালিয়ে যায়। পরে গতকাল শুক্রবার সকালে শেরপুরের শ্রীবরদীর বারারচর পূর্ব পাড়ার মাঠের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মমিনের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখতে পারে। এ বিষয়ে শ্রীবরদী থানার তদন্তকারী কর্মকর্তা এমদাদুল হকের কাছে জানতে চাইলে তিনি এই মুহূর্তে কিছু বলতে চাননি। নিহত মমিনের মা ওমেলা বেগম জানান, তার ছেলে তার বউকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করেছে। তবে কে বা কারা তার ছেলেকে হত্যা করে এখানে রেখেছে তা তিনি বলতে পারছেন না। স্থানীয় ইউপি মেম্মার নূর হোসেন জানান, কিভাবে লোকটি মারা গেছে তারা তারা জানেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।