Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ দেশ নাটকের নতুন নাটক সুরগাঁওয়ের উদ্বোধনী মঞ্চায়ন

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: আজ দেশ নাটকের নতুন নাটক একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যকার মাসুম রেজা রচিত ও নির্দেশিত ‘সুর গাঁও’-এর উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটকটি মঞ্চস্থ হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। এর অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের কুশলী অভিনেতা রিপন খান। রিপন খান বলেন, সুরগাঁও এক অচিন গাঁ। কল্পনা প্রবণ মানুষের মগজে এর বাস। মগজের নিযুত কোষের কোনো এক কোষে এই সুরগাঁও সময় নিবন্ধিত নয়। এখানে অসামান্য প্রতœকাল, সদ্য বর্তমান আর সম্ভাবনার সামনের দিন, এই তিন নিত্য মিলেমিশে থাকে। নাটকটিতে আমি আসমান চরিত্রে অভিনয় করেছি। আসমান এক আশ্চর্য্য বালক। প্রতি বছর তার দু’বছর করে বয়স বাড়ে। তাই আগে ভাগেই সে বলে দিতে পারে সামনের এক বছরের ঘটনা। আসমান কোথা থেকে পেলো এই অদ্ভুত ক্ষমতা? কেউ কেউ এ রহস্যের সম্পর্ক গড়ে প্রায় দু’শ বছর আগেকার এক ঘটনার সাথে। দু’শ বছর আগে এক রাতে আনাল ফকির আপন ঘর থেকে নিরুদ্দেশ হন। ঘরের খিল আঁটা। আনাল ফকির আর দরজা খুলে বেরোননি কখনো। মানুষের বিশ্বাস, আসমানের শরীরে সেই আনাল ফকিরের ভর। রিপন খান ইতোমধ্যে দেশ নাটকের দর্শকপ্রিয় নাটকগুলোতে অভিনয় করে নিজেকে একজন মঞ্চের একজন দক্ষ ও অপরিহার্য অভিনেতা হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। ফলে দেশ নাটকের দর্শকপ্রিয় নাটকগুলোতে তার অভিনয় সকলের দৃষ্টি কাড়ে। তার নাটকগুলোর মধ্যে রয়েছে বিরসাকাব্য, নিত্যপুরাণ, প্রাকৃত পুরাঙ্গনা ও দর্পণে শরৎশশী। দেশ নাটকের চলতি প্রযোজনা মাহবুব লীলেন রচিত ও ইশরাত নিশাত নির্দেশিত ‘অরক্ষিতা’য় তিনি নিয়মিত অভিনয় করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ

৭ মার্চ, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ