Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শৈশব থেকেই সন্তানদের ধর্মীয় অনুশাসনে গড়ে তুলতে হবে -রাসিক মেয়র

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো: নিযাম উল আযীম বলেছেন, সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। পরিবারই শিক্ষার মূল কেন্দ্র। শৈশব থেকেই তাদের ধর্মীয় অনুশাসনের মধ্যে দিয়ে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। তবেই তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রকৃত নাগরিক হিসেবে গড়ে উঠবে। এজন্য শিক্ষকসহ অভিভাবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, কোনো ধর্মেই মানুষ হত্যাসহ কোনো অন্যায় কার্যকলাপকে সমর্থন করে না। আল্লাহর বিধি-নিষেধ সম্পর্কে ইসলামে সঠিক দিক নির্দেশনা রয়েছে। এজন্য আলেম সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের সংশ্লিষ্ট বিষয়ে আরও চর্চার আহবান জানান। তিনি গতকাল সূর্যকণা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠানে একথা বলেন। দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাসকাটাদিঘী হাইস্কুল অ্যান্ড কলেজের হেড মাওলানা আলহাজ মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্র মুজাহিদুল ইসলাম। মঞ্চে ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আমজাদ হোসেন, রাজশাহী শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত হিসাব রক্ষণ কর্মকর্তা মো. রমজান আলী, সহ: প্রধান শিক্ষক আ. খালেক, ধর্মীয় শিক্ষক মো. ইব্রাহীম হোসেন। দোয়া মাহফিলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুলতে

১১ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ