Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

এসআইবিএলের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনেতিক রিপোর্টার : সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ৪০০ কোটি টাকার ৬ বছর মেয়াদী মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান প্রফেসর ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৯৫তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
বিএসইসির অনুমোদন অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, করপোরেট হাউজ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড এবং সাধারণ বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি কিনতে পারবেন। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। মুনাফার হার সাড়ে ১২ শতাংশ। সোস্যাল ইসলামী ব্যাংক বন্ড ছেড়ে সংগ্রহ করা টাকা দিয়ে টায়ার-২ সাপ্লিমেন্টারির শর্ত পূরণ করবে। বন্ডটির ইস্যু ম্যানেজার হিসেবে আছে বানকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
আশাশুনিতে ফুড সেপটি বিষয়ক চিংড়ি চাষি প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : আশাশুনিতে গুড একোয়া কালচার প্রাকটিস অ্যান্ড ফুড সেফটিবিষয়ক দিনব্যাপী চিংড়ী চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ২০ জন পুরুষ ও মহিলা চিংড়ীচাষী অংশ নেন। প্রশিক্ষণ পরিচালনা করেন, জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, সাতক্ষীরা সদর খামার ব্যবস্থাপক লুৎফর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম। অনুষ্ঠানে নিরাপদ চিংড়ীচাষ ও আহরণ পরবর্তী পরিচর্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুমোদন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ