Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আঁখি আলমগীরের গানের বাইরের জগৎটা যেমন

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:৩৮ এএম, ১৮ জানুয়ারি, ২০১৭

বিনোদন ডেস্ক : গানের বাইরে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের ব্যক্তি জীবন কেমন। কী করে তিনি সময় কাটান। এমন কৌত‚হল তার ভক্তদের থাকা স্বাভাবিক। আঁখি তার ভক্তদের জানালেন গানের বাইরে তার ব্যক্তিজীবনের কথা। তিনি জানান, আমি ভোজন রসিক। খাওয়া-দাওয়া আমার খুব পছন্দ। নিজে রান্না করে খেতে পছন্দ করি। গানের বাইরে সময় পেলেই বাসায় রান্না করি। সব সময়ই কিছু না কিছু স্পেশাল রান্না করি। এর মধ্যে রয়েছে লাজানিয়া এবং ডিমের কোরমা। লাজানিয়া রান্নাটি নিজস্ব রেসিপি দিয়ে করি। এ ছাড়া ডিমের কোরমাও করি। এ কারিটি পরিবারের সবাই খুব পছন্দ করেন। আঁখি সকাল সকাল বিছানা ছাড়েন। তারপর শিডিউল অনুযায়ী কাজে বের হন। এসব আগে থেকেই ঠিক করে রাখেন। পোশাক নিয়ে তিনি বলেন, সবচেয়ে পছন্দের পোশাক শাড়ি। আর অর্নামেন্টসের মধ্যে প্রিয় কানের দুল, সঙ্গে নাকফুল। অনেক পছন্দের সুগন্ধির মধ্যে সবচেয়ে প্রিয় শ্যানেল-৫। তিনি জানান, তার প্রিয় ব্যক্তিত্ব বাবা অভিনেতা আলমগীর। তিনি মনে করেন, বাবার ব্যক্তিত্বকে ছাপিয়ে যাওয়া বেশ কঠিন। প্রিয় লেখক হুমায়ূন আহমেদ ও রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় অভিনেতার তালিকায় সবার প্রথমেই রয়েছে বাবার নাম। হুমায়ুন ফরীদি ও এ টি এম শামসুজ্জামানের অভিনয়ও খুব ভালো লাগে। অভিনেত্রীর মধ্যে শাবানা ও সুবর্ণা মোস্তফা তার প্রিয়। সঙ্গীত জগতের মানুষ আঁখির সবচেয়ে প্রিয় গায়ক সৈয়দ আব্দুল হাদী। তার গানে এক ধরনের আকুলতা খুঁজে পান তিনি। মোবাইল ছাড়া এক মুহূর্তও চলতে পারেন না। এ নিয়ে তিনি বলেন, দরকারি জিনিসের মধ্যে তার মোবাইল চাই-ই-চাই। আর মিথ্যা কথা একদমই সহ্য করতে পারেন না। ভয় পান মানুষ! অবসরে বাইরে ঘুরে বেড়াতে খুব পছন্দ করেন। আর ঘোরাঘুরির জন্য পছন্দ লন্ডন। দেশের বাইরে কেনাকাটার জন্য পছন্দের জায়গা ভারত। ফ্যাশন সচেতন এ গায়িকার কাছে ফ্যাশন বলতে, যে পোশাকে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন তাই তার কাছে ফ্যাশন।



 

Show all comments
  • অদ্রি হৃদয়েশ ১৮ জানুয়ারি, ২০১৭, ১:২৭ পিএম says : 0
    এগুলো জেনে আমাদের লাভ কী ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ