প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : সঙ্গীত শিল্পী আঁখি আলমগীরের সঙ্গে আসিফের একটি গান ছাড়া আর কখনো গাওয়া হয়নি। কেন তাদের একসঙ্গে আর গাওয়া হয়নি, তার একটি ব্যাখ্যা দিয়েছেন আসিফ তার ফেসবুক স্ট্যাটাসে। এখানে তিনি যেমন আঁখির মূল্যায়ন করেছেন, তেমনি কিছু কথাও উল্লেখ করেছেন। এখানে তা তুলে ধরা হলো। ‘ইন্ডাস্ট্রিতেতে কাজ করি অন্ততঃ দেড় যুগ। সাফল্য ব্যর্থতার মধ্য দিয়েই ক্যারিয়ার চলছে। গান গাওয়ার বাইরেও অনেক কিছু করতে হয় আমাদের। বিশেষ করে যখন কোন শিল্পী অসুস্থ এবং অসহায় হয়ে পড়েন, তখন আমরা চেষ্টা করি তার পাশে দাঁড়ানোর। আঁখী আলমগীর। শিশুশিল্পী হিসেবে ভাত দে ছবিতে জাতীয় পুরস্কার পেয়েছে ছোট বেলায়ই। আমি তার কাছে প্রতিদিনই শিখছি এবং অবাক হচ্ছি। একটা মানুষ বিপদে পড়লে কিভাবে তার পাশে দাঁড়াতে হয়, সেটা আঁখী জানে। স্পষ্টভাষী আঁখীকে আমি লিডার বলে ডাকি এবং সে এই যোগ্যতা রাখে। ক্যারিয়ারের দীর্ঘসময় একসাথে পথ চললেও গান গেয়েছি মাত্র একখানা, যেটা অনুল্লেখযোগ্য। এটা নিয়ে হয়তো লিডারের অভিমান ছিলো, নয়তো আমারই ভুল ছিলো। গ্যাপটাকে আর প্রলম্বিত করতে চাইনি। আমরা এক সাথে প্রজেক্ট আঁখী আলমগীর টাইটেলে কাজ শুরু করেছি। ইতিমধ্যে একটা গান বেসামাল মন-এর রেকর্ডিং হয়ে গেছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে আপনাদের কানে পৌঁছে যাবে। আঁখীর প্রতি সম্মান ভালবাসা রইলো। লীডারকে বলতে চাই-দেরী হয়েছে তো কি হয়েছে! সময় তো শেষ হয়ে যায়নি !
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।