২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৪০। আমার মুখের ত্বকে অনেক বলিরেখা এবং দাগ। মুখের ত্বক এবড়ো-থেবড়ো হয়ে যাচ্ছে। এ এক বিড়ম্বনা। আমি এ সমস্যা থেকে মুক্তি চাই।
মিসেস রহিমা
বারিধারা। ঢাকা।
উত্তর : এত ভাবনা কেন? অত্যাধুনিক ‘মেসোথেরাপি’ আপনার মুখের ত্বকের যৌবন ফিরিয়ে দিতে সক্ষম মাত্র এক সেশন চিকিৎসায়। এর কোনো পার্শ্বক্রিয়া নেই।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৫০। এ বয়সে আমার যৌবনে ভাটা পড়েছে। অথচ আমার এক বন্ধু ৬০ বছর বয়সেও যৌন মিলনে সক্ষম। এটি কেন? আমি আমার পূর্বের অবস্থায় ফিরতে কি সক্ষম?
মশিহুর রহমান
কক্সবাজার। চট্টগ্রাম।
উত্তর : আপনার রোগটি অবশ্যই পুরুষত্বহীনতা। এ বয়সে এটি অস্বাভাবিক। সেক্সের সাথে বয়সের তেমন কোনো সম্পর্ক নেই। শরীর মন ঠিক রেখে ফিটনেস ঠিক রাখলে ৭০-৮০ বছর বয়সেও যৌন মিলন সম্ভব। আপনি দেরি না করে একজন অভিজ্ঞ যৌন রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ২১। আমার মুখের ত্বকে ২টি সাদা দাগ পড়েছে। এ জন্য আমি হতাশ। আমার কি বিয়ে হবে? প্লিজ, আমাকে সুপরামর্শ দেবেন।
Ñরুবী
চৌধুরীপাড়া, মালিবাগ। ঢাকা।
উত্তর : আপনার মুখের দাগ সম্ভবত শ্বেতী রোগ। বর্তমানে অত্যাধুনিক কসমেটিক সার্জারি ‘মিনি-পাঞ্চ গ্রাফটিং’-এর মাধ্যমে আপনার সমস্যাটি স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব।
প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ২৪। আমার সমস্ত দেহে অসম্ভব চুলকানিসহ ত্বকে দানা দানা পেপুলসহ চামড়া উঠে যাচ্ছে। মাথায় চুলকানিসহ খুশকি আছে। অনেক চিকিৎসা নিয়েছি। সুফল পাইনি।
-ন্যান্সি
মিরপুর। ঢাকা।
উত্তর : আপনার রোগটি সম্ভবত “সেবোরিক ডারমাটাইটিস।” এটি একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ। আপনি একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ষ ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০২৯৩৪২৮৭৬, ০১৭১৯২১৯৪২৯
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।