পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : নেপালে বাংলাদেশি পণ্যের মেলা বসছে আজ। স্থাপনা ও নির্মাণ সামগ্রী, তৈরি পোশাক, পাট ও চামড়াজাত পণ্যসহ বাংলাদেশে তৈরি বিভিন্ন পণ্যের সম্ভার নিয়ে এ মেলা অনুষ্ঠিত হবে। নেপালের রাজধানীতে পাঁচ দিনের মেলা হবে। কাঠমান্ডুর ভৃকুটিমÐপ এক্সিবিশন হলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ১০০ স্টল থাকবে। বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের বড় কোম্পানি ও উদ্যোক্তাদের মেলায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। মেলার মধ্যদিয়ে নেপাল ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও উন্নত হবে। পাশাপাশি নেপালি উদ্যোক্তা ও ভোক্তাদের মধ্যে বাংলাদেশি পণ্য পরিচিতি পাবে। মেলায় নেপালি পণ্যও প্রদর্শন করা হবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনেক উদ্যোক্তা নেপালে তাদের ব্যবসা শুরু করতে চান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।