Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বানরের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটে বানরের উৎপাত থেকে রক্ষা পেতে মানববন্ধন করা হয়েছে। গতকাল (রোববার) সকালে নগরীর আম্বরখানা এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় ৪নং ওয়ার্ডের বাসিন্দারা। মানববন্ধনে ‘বানরের উৎপাত থেকে রক্ষা পেতে সকলকে সোচ্চার ও সহযোগিতার আহবান’, ‘আমি শিশু আমাকে রক্ষা করুন’ এমন প্লেকার্ড নিয়ে উপস্থিত হয় ক্ষুদে শিক্ষার্থীরাও।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। এছাড়া স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল, ফারুক আলী, আজিজুল হক, সাইফুদ্দিন আহমদ চৌধুরী, নুরুন্নাহার পারভীন, কয়সর রশিদ চৌধুরী, মুক্তার আলী, জাবের আহমদ চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, শাহিন আহমদ মানববন্ধনে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বানর মারার জন্য এই আন্দোলন নয়। লোকালয় থেকে তাদের সংরক্ষিত বনে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়ার দাবিতেই আন্দোলনে নেমেছি। আমরা চাই আমাদের শিশুরা বনের প্রাণীর হাত থেকে নিরাপদে থাকুক।’ তারা বানরের উপদ্রব ঠেকাতে বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহŸান জানান।
উল্লেখ্য, গত দুই-তিন মাস ধরে নগরীর ইলেকট্রিক সাপ্লাই, গোয়াইপাড়া, বাদামবাগিচা, হাউজিং এস্টেট, বড়বাজার, চৌকিদিঘী, মজুমদারী, কোনাপাড়া, পীর মহল্লাসহ বিভিন্ন এলাকায় বানরের উপদ্রব দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনই বানরের আক্রমণে শিশুসহ অন্যরা আহত হচ্ছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ