নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ভারতের টেস্ট অধিনায়কত্ব আগেই পেয়েছেন। মহেন্দ্র সিং ধোনি সীমিত ওভারের নেতৃত্ব ছাড়ার পর গতকালই প্রথম ফুল-টাইম ওয়ানডে অধিনায়ক হিসেবে খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। তাতেই করলেন দারুণ এক সেঞ্চুরি। পুনেতে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের দেওয়া ৩৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেন কোহলি (২৭তম)। যার মধ্যে ১৭টিই লক্ষ্য তাড়া করে। এতদিন ওয়ানডেতে লক্ষ্য তাড়ায় সবচেয়ে বেশি ১৭টি সেঞ্চুরির রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের দখলে। এই শতক দিয়ে কিংবদন্তির রেকর্ডে ভাগ বসালেন তার উত্তরসূরি। দিনটি আরো রঙিন হয়েছে দারুণ এক জয়ে। টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৫০ রান, ভারতের বিপক্ষে ওয়ানডেতে যেটি ইংল্যান্ডের সর্বোচ্চ। কিন্তু এই রানটাও জেতাতে পারল না ইংলিশদের। কেদার যাবদকে (১২০) নিয়ে ‘বিরাট’ এক ম্যাচ বের করে নিয়ে গেলেন কোহলি (১২২)। তাদের জোড়া সেঞ্চুরিতে ১১ বল হাতে রেখে ৩ উইকেটে ম্যাচ জিতে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত (৩৫৬/৭)। পাকাপাকিভাবে সীমিত ওভারের নেতৃত্ব পাওয়ার পর শুরুটা কি এর চেয়ে আর ভালো হতে পারত কোহলির!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।