পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র গ্রাজুয়েট নার্সিং বিভাগকে সহায়তা প্রদানে বিএসএমএমইউ ও প্রাইম ব্যাংক লি.-এর মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার ডা. এবিএম আব্দুল হান্নœান এবং প্রাইম ব্যাংক লি.-এর পক্ষে ম্যানেজিং ডিরেক্টর (ব্যবস্থাপনা পরিচালক) আহমেদ কামাল খান চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ, নার্সিং অনুষদের ডীন প্রফেসর ডা. অসীম রঞ্জন বড়–য়া, প্রক্টর প্রফেসর ডা. মো. হাবিবুর রহমান দুলাল, গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর মেবেল ডি রোজারিও, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিইও ড. ইকবাল আনোয়ার, চীফ এস্টেট অফিসার ও বিএসসি নার্সিং ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব ডা. এ কে এম শরীফুল ইসলাম, বিএসএমএমইউ’র পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (পরিদর্শন) প্রফেসর ডা. একেএম সালেক, অতিরক্তি রেজিস্ট্রার-২ ডা. স্বপন কুমার তপাদার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।