পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী ও ইলেক্ট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’ আয়োজিত ‘শরৎ উৎসব’ অফারের বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়েছে। সম্প্রতি রাজধানীর বাড্ডায় আরএফএলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। শরৎ উপলক্ষে ক্রেতাদের জন্য গেল অক্টোবর ও নভেম্বর দুইমাস ব্যাপী ‘এ অফারের আয়োজন করে বেস্ট বাই। বেস্ট বাই আউটলেট থেকে ন্যূনতম তিনশ’ টাকার পণ্য ক্রয়ে ক্রেতারা একটি কুপন পেয়েছেন। তাদের মধ্য থেকে নির্বাচিত ৮০ জনকে এসব পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে ডা. বনি প্রথম পুরস্কার ৪৩ ইঞ্চি এলইডি টিভি, মোহাম্মদ সাইফুল্লাহ দ্বিতীয় পুরস্কার ফ্রিজ, মনজুরুল করিম তৃতীয় পুরস্কার রিগ্যাল ওয়্যারড্রব, আফরোজা হক চতুর্থ পুরস্কার দুরন্ত বাইসাইকেল এবং মিসেস আশা পঞ্চম পুরস্কার একটি ড্রেসিং টেবিল পেয়েছেন। অন্যান্যরা আরএফএল গ্যাস স্টোভ, ইটালিয়ানো ডিনার সেটসহ ৮০ টি পুরস্কার জিতেছেন। এসময় আরএফএল গ্রæপের এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, বেস্ট বাই এর ইনচার্জ রাহাত জাহান শামীম, ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসানসহ আরএফএল গ্রæপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেস্ট বাই দেশব্যাপী ১৫০ এর অধিক আউটলেটে আরএফএল এর প্লাস্টিক পণ্য, গ্যাসের চুলা যাবতীয় গৃহস্থালী সামগ্রী, ইটালিয়ানো ব্র্যান্ডের মেলামাইন সামগ্রী, দুরন্ত ব্র্যান্ডের বাইসাইকেল, গুডলাক স্টেশনারি পণ্য, ভিশন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যও পাওয়া যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।