Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিফার বর্ষসেরা গোল সোরির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ২:৩২ এএম

মেসিকে পেছনে ফেলে ২০১৯ ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছে দানিয়েল সোরির গোল। সংক্ষিপ্ত তিনে ছিল লিওনেল মেসি ছাড়াও ছিলো হুয়ান ফের্নান্দো কিনতেরোর গোল।
মিলানে অপেরা হাউজ লা স্কালায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সোমবার রাতে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া সোরির গোলটি হয়েছিল হাঙ্গেরির প্রথম বিভাগ ফুটবলে, গত ফেব্রুয়ারিতে। সতীর্থের বাড়ানো বল নিখুঁত বাইসাইকেল কিকে জালে পাঠিয়েছিলেন রোমানিয়ার এই ফরোয়ার্ড।
লা লিগায় গত মার্চে রিয়াল বেতিসের বিপক্ষে ইভান রাকিতিচের সঙ্গে বল দেওয়া নেওয়া করে কোনাকুনি উঁচু শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মেসি। বল ক্রসবারের নিচের কানায় লেগে ভিতরে ঢোকে। গোলরক্ষক লাফিয়ে উঠেও পাননি বলের নাগাল।
আর গত ফেব্রুয়ারিতে রেসিং ক্লাবের বিপক্ষে দুর্দান্ত ফ্রি কিকে তালিকার অপর গোলটি করেছিলেন রিভার প্লেটের কলম্বিয়ান ফরোয়ার্ড কিনতেরো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ