Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বক্সিংয়ের আবাসিক ক্যাম্প শুরু

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অর্থায়নে দেশের ৬৪ জেলায় তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকা বাছাই শেষে এখন চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ শুরু করেছে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন। ১৪টি জেলা থেকে বাছাইকৃত ১৪ জন করে বালক ও বালিকাদের নিয়ে পক্ষকাল ব্যাপী আবাসিক ক্যাম্প শুরু হয়েছে গতকাল। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামস্থ ফেডারেশন ভবনে এই আবাসিক ক্যাম্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ। এ সময় এনএসসি সচিব অশোক কুমার বিশ্বাস ও বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান উপস্থিত ছিলেন। ক্যাম্পে অংশ নেয়া জেলাগুলো হলোÑ ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, সাতক্ষীরা, নওগাঁ, রংপুর, কুড়িগ্রাম, খুলনা, বরগুনা, জামালপুর ও পাবনা। পর্যায়ক্রমে দেশের বাকি জেলার বক্সারদের নিয়েও আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হবে। বালক দলকে আইবা স্টার-১ কোচ সৈয়দ মহিউদ্দিন, শাহাদাত ও হান্নান চৌধুরী বাবু এবং বালিকাদের প্রশিক্ষণ দেবেন আইবা স্টার-১ কোচ জান্নাতুন নাহার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুরু


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ