Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের আখ ক্ষেতে রহস্যজনক আগুন

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের আখের জমিতে গত শুক্রবার দুপুরে রহস্যজনক ভাবে লাগা আগুনে কমপক্ষে ২০ একর জমির আখ পুড়ে গেছে। খামারের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক আলমগীর হোসেন ও এলাকার লোকজন সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা সোয়া ২টার দিকে সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের সাপমারা মৌজার আখক্ষেতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে পুলিশ ও চিনিকল কর্তৃপক্ষকে খবর দেন এলাকার লোকজন। গোবিন্দগঞ্জ থানার এসআই নুরুন্নবীসহ অন্যরা ফায়ার সার্ভিসে খবর দিলে গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আউয়াল আগুন লাগার ঘটনাটি নিশ্চিত করে বলেন, এখনো অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। এ লক্ষ্যে কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। অপরদিকে স্থানীয় একটি সূত্রে জানাগেছে, আখ কর্তনে শ্রমিক ব্যয় বাচাতেই সংশিষ্টরা আগুন লাগাতে পারে। কারন আগনে আখের খোসা ও পাতা (ঢাল)পুড়ে যাওয়ায় কম শ্রমিকে বেশী আখ কাটা যায়। কিন্তু এতে আখ থেকে চিনি আহরোনের মাত্রা হ্রাস পায়। স্থানীয়রা জানায় অতীতেও এরকম ঘটনা ঘটেছে , তাই তারা এ রহস্যজনক অগ্নিকান্ডের উচ্চ পর্যায়ের তদন্তদাবী করেছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ