নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ওয়েলিংটন টেস্টে যেভাবে তিনদিন কর্তৃত্ব করে কাটিয়েছে বাংলাদেশ দল, তা দেখে বিস্মিত নিউজিল্যান্ডের সময়ের সেরা ব্যাটসম্যান রস টেলর ‘এখনও পর্যন্ত বাংলাদেশ অসাধারণ খেলেছে। দেশের বাইরে অভিজ্ঞ হওয়ার মত যথেষ্ট ম্যাচ ওরা খেলেছে। ’ বাংলাদেশ দলের বোলারদের প্রশংসাও করেছেন রস টেলর ‘ বাংলাদেশ বোলাররা দারুন বল করেছে। আমরা তাদের সেই চাপ প্রাথমিকভাবে সামাল দিয়ে এই দিনটা ভালভাবেই পার করেছি।’
প্রশংসা করেছেন ওপেনার টম ল্যাথামের নট আউট সেঞ্চুরির ইনিংসকেও‘ ওপেনিংয়ে ব্যাট করার জন্য এই জায়গাটি এতোটা সহজ নয়। তারপরও সে সে ইতিবাচক ব্যাট করেছে। অনেক চাপ নিয়ে ব্যাট করেছে সে। এখন দরকার তার ইনিংস ক্যারি করে বড় স্কোর করা। আমি জানি না তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি কতো, তবে ইনিংস ক্যারি করা হবে তার জন্য দারুন।’
গতকালকের ব্যাটিং থেকে টনিক নিয়ে আজ ব্যাটিংয়ে মনোনিবেশ করবে নিউজিল্যান্ড,এমনটাই জানিয়েছেন রস টেলর‘ ব্যাটিংয়ের জন্য এটি দারুন উইকেট। ৫ম দিনে এসে উইকেটে কিছুটা ফাটল ধরতে পারে। তবে এই মুহুর্তে যেমন উইকেট দেখছি,তাতে আগামীকাল ( আজ) আত্মবিশ্বাসী হয়ে একটা সময় পর্যন্ত ব্যাট করতে চাই আমরা। প্রথম লক্ষ্য ফলো অন এড়ানো, পরবর্তী পরিকল্পনা লিডটাকে যতো বাড়ানো যায়,সে দিকে লক্ষ্য রেখে ব্যাটিং করা।’
ওয়ানডে এবং টি-২০, এই দু’টি সিরিজ ৩-০তে বাংলাদেশ হেরে গেছে বাংলাদেশ দল। টেস্টে তিনদিনের সঙ্গে ওই ফলগুলোর মিল খুঁজে পাচ্ছেন না রস টেলর। ওয়েলিংটন টেস্টে মুশফিকুর রহিমের ১৫৯ রানের ইনিংস,৫ম উইকেট জুটিতে বাংলাদেশের রেকর্ড ৩৫৯ রানে এই মিডল অর্ডারের ব্যাটিং এতোই মুগ্ধ করেছে যে, টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে মুশফিকুরকে টেনে এনেছেন রস টেলর। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুশফিকুর রহিম হ্যামেস্ট্রিং ইনজুরিতে না পড়লে ওয়ানডে এবং টি-২০ সিরিজের ফলটা অন্য রকমও হতে পারতো বলে মনে করছেন রস টেলর‘ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল টেস্ট অধিনায়ককে মিস করেছে । মুশফিকুর রহিম কোন জাতের ব্যাটসম্যান, টেস্টে তা দেখিয়ে দিয়েছে। দল ওর ওপরে অনেকটাই নির্ভর করে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে এমন কিছু পরিস্থিতি ছিল, সেখানে মুশফিক থাকলে গল্পটা অন্যরকম হতে পারত।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।