নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকার সফর শেষ পর্যন্ত দুঃস্বপ্নই হয়ে থাকল। তিন ম্যাচের সিরিজে হারের ক্রমটাও উর্ধ্বোমুখীÑ পোর্ট এলিজাবেথের প্রথম টেস্টে পঞ্চম দিনে গিয়ে ২০৬ রানে, কেপটাউনে দ্বিতীয় টেস্টে চতুর্থ দিন সকালে ২৮৬ রানে, এবার জোহানেসবার্গে তৃতীয় দিনে এসে তারা হারল ইনিংস ও ১১৮ রানে। এ জন্য বোলারদের অবশ্য খুববেশি দোষ দেয়া চলে না। বিদেশের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩টি উইকেট নিয়েছেন লঙ্কান পেসাররা। পক্ষান্তরে ব্যাটসম্যানদের ব্যাটিং গড় ছিল ১৮.৮০! কোনো সিরিজে এর চেয়ে বাজে ব্যাটিং মাত্র একবারই করেছে তারা। ফলাফল : হাশিম আমলার শততম টেস্টেটি প্রটিয়ারা উদযাপন করল প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার আনন্দে।
দ্বিতীয় দিনেই পাওয়া গিয়েছিল এমন আভাস। প্রটিয়াদের ৪২৬ রানের জবাবে চার উইকেটে ৮০ রান নিয়ে দিন শেষ করে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল। তবুও ভাগ্য ভালো এদিন খেলা কম হয়েছিল ২৪ ওভার মতো। এদিন মধ্যাহ্ন বিরতির আগে প্রথম ইনিংসে ১৩১ রানে গুটিয়ে দ্বিতীয় ইনিংসেও ১৩ রানে হারায় এক উইকেট। এরপর চা বিরতির ঘণ্টা খানেক পরেই আবার তারা গুটিয়ে গেল ১৭৭ রানে। পার্নেল-অলিভারদের বোলিং তোপে লঙ্কানদের সাতজন খেলোয়াড় কাল ব্যাট করার সুযোগ পান দুইবার করে। দ্বিতীয় ইনিংসে আটজন ব্যাটসম্যানই দুই অঙ্ক স্পর্শ করলেও প্রায় সবাই-ই ছিলেন ব্যার্থ। সর্বোচ্চ ৫০ রান আসে করুণারতেœর ব্যাট থেকে। ৫১ রানে চার উইকেট নেন পার্নেল, ৩৮ রানে তিনটি অলিভার। এর আগে প্রথম ইনিংসে ফিল্যান্ডর ও রাবাদা তিনটি করে ও পার্নেল-অলিভার নেন দু’টি করে উইকেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।