Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী প্রাক-নিবন্ধন শুরু আজ ৯৫ শতাংশ বেসরকারি হজযাত্রী উপেক্ষিত : হাবকে দাওয়াত দেয়া হয়নি

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বেসরকারী ৯৫ শতাংশ হজযাত্রীকে বাদ রেখেই তড়িঘড়ি করে আজ রোববার সরকারী ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম (২০১৭) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করবেন। প্রাক-নিবন্ধন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১৪শ’ হজ এজেন্সি’র সংগঠন হাবের নেতৃবৃন্দকেও আমন্ত্রণ জানানো হয়নি। এতে ধর্মমন্ত্রী ও হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহারসহ হাব নেতৃবৃন্দ হতবাক হয়েছেন। বিষয়টি ধর্মমন্ত্রীর নজরে এলে গতকাল শনিবার সন্ধ্যায় মন্ত্রী হাব সভাপতি ইব্রাহিম বাহারকে ডেকে মৌখিকভাবে আজ বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রাক-নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন। এতে বেসরকারী হজ এজেন্সিগুলোর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিগগিরই মন্ত্রিসভায় হজ প্যাকেজ অনুমোদন হবার কথা। আগামী ১ ফেব্রæয়ারী জেদ্দায় সউদী-বাংলাদেশ দ্বি-পাক্ষিক হজ চুক্তির পর বেসরকারী ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু করা হবে। গতকাল বিকেলে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ এডভোকেট আব্দুল্লাহ আল নাসেরের নেতৃত্বে হাবের সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদের স্বাক্ষরিত ৮ জন হজ এজেন্সির মালিক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের বাসায় গিয়ে সরকারী ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম আজ এককভাবে শুরু না করে দ্বি-পাক্ষিক হজ চুক্তি ও হজ প্যাকেজ পাশ হবার পরে বেসরকারী ও সরকারী ব্যবস্থাপনার সকল হজযাত্রীদের একসাথে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরুর অনুরোধ জানিয়েছেন। হাব সভাপতি ইব্রাহিম বাহার বলেন, হাবকে না জানিয়ে এবং বেসরকারী হজযাত্রীদের বাদ রেখে কিভাবে প্রাক-নিবন্ধন কার্যক্রম ধর্ম সচিব একতরফাভাবে শুরু করতে যাচ্ছেন তা’ বোধগম্য নয়। তিনি বলেন, হজ প্যাকেজ কত তা’ কাউকে বলতে পারছি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকারি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ