Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

নায়িকা ছাড়াই কাজ শুরু করলেন ফারহান আখতার

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অভিনেতা ও নির্মাতা ফারহান আখতার তার ৪৩তম জন্মদিন পালনের এক দিন পরই তার আসন্ন ‘লখনৌ সেন্ট্রাল’ চলচ্চিত্রের কাজ শুরু করে দিয়েছেন। এই চলচ্চিত্রটিতে ফারহান একজন কয়েদীর ভূমিকায় অভিনয় করছেন।
এক সূত্র বলেছে, “গত বছর ফিল্মটির শুটিং শুরু হবার কথা ছিল। কিন্তু কাস্টিং সমস্যার কারণে তা সম্ভব হয়নি। চলচ্চিত্রটির প্রযোজক সম্প্রতি ঘোষণা দিয়েছেন এটির শুটিং শুরু হয়ে গেছে, তবে এর মধ্যে এখনও নায়িকা ঠিক হয়নি।
‘লখনৌ সেন্ট্রাল’ চলচ্চিত্রটির প্রধান নারী চরিত্র একজন এনজিও কর্মী যে কয়েদীদের নিয়ে কাজ করে। প্রথমে জানা গিয়েছিল ‘হিরোপান্তি’খ্যাত কৃতি সানোন এই ভূমিকায় অভিনয় করবেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। এরপর গুজব রটে ‘মির্জিয়া’র নায়িকা সায়ামি খের চরিত্রটি করবেন, তবে তাও নিশ্চিত করা যায়নি।
সর্বশেষ খবর হল ‘হ্যাপি ভাগ যায়েগি’র ডায়ানা পেন্তি ফিল্মটি প্রধান নারী চরিত্র করবেন, তবে এর কোন আনুষ্ঠানিক ঘোষণাও দেয়া হয়নি। চলচ্চিত্রটি পরিচালনা করবেন রণজিত তিওয়ারি, এটি তার অভিষেক চলচ্চিত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নায়িকা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ