Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

গফরগাঁওয়ে আ’লীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : গফরগাঁও পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক (৩৬)কে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের হত্যা মামলার আসামিরা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে পৌর শহরের ৫নং ওর্য়াডের নতুন বাজার মাদরাসা মার্কেট এলাকায়। এঘটনায় আহত আজিজুল হকের স্ত্রী অজুফা বাদী হয়ে পৌর সভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনিছুর রহমানসহ ১৩ জনকে আসামি করে গতকাল শনিবার বিকালে গফরগাঁও থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ,রাত পৌনে ৭টার দিকে আওয়ামী লীগ নেতা আজিজুল হক বাসা থেকে সালটিয়া বাজারের আসার পথে শহরের নতুন বাজার জে এম সিনিয়র ফাজিল মাদরাসা মার্কেট রাস্তায় ৩নং ওর্য়াডের কাউন্সিলর আনিছুর রহমান ও তার লোকজন তাকে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন আশংকা জনক অবস্থায় আজিজুল হককে উদ্ধার করে প্রথমে গফরগাঁও হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার রাত এ রির্পোট লেখা পর্যন্ত (৭টা) তার অবস্থায় আশংকাজনক। আজিজুলের স্ত্রী মিসেস অজুফা খাতুন জানান, বিগত ২০১৫ সালে ১৬ ডিসেম্বর রাতে গফরগাঁও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর আনিছুর রহমান ও তার স্বামী আজিজুল হকের মধ্যে সংঘর্ষ হয়। ঐসময় সংঘর্ষে আনিছুর রহমানের সমর্থকরা আজিজুল হকের মা রাবেয়া খাতুনকে পিটিয়ে হত্যা করে। ঐ ঘটনায় আজিজুল হক বাদী হয়ে কাউন্সিলর আনিছুর রহমানসহ ২০ জনকে আসামি করে ২০১৫ সালের ১৭ ডিসেম্বর গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলা প্রত্যাহার না করার কারণে আনিছুর রহমান ও তাঁর লোকজন আজিজুল হককে কুপিয়ে গুরুতর আহত করেছে বলে স্ত্রী অজুফা খাতুন অভিযোগ করে। বাংলাদেশ আওয়ামী লীগ গফরগাঁও পৌর শাখার সাধারণ সম্পাদক আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মতিউর রহমান (বাবুল) জানান, বিগত ২০১৫ সালের ডিসেম্বর মাসে বিজয় দিবসের সময়ে ৩নং ওর্য়াড আওয়ামী লীগ সভাপতি বর্তমান কমিশনার আনিছুর রহমান ও একই ওর্য়াডের পরাজিত কমিশনার প্রার্থী মোঃ আজিজুল হকের মধ্যে বিজয় দিবসের মিছিল নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে পরাজিত কমিশনার প্রার্থী ৩নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হকের মা রাবেয়া খাতুন (৬৩) মারা যায়। এর জের ধরে আদালত পর্যন্ত হত্যা মামলা নিয়ে জড়িয়ে পড়ে। এতে হত্যা মামলার আসামি বর্তমান কমিশনার আনিছুর রহমানকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে আদালত। এর জের ধরে পুনরায় এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। গফরগাঁও থানার ওসি মোঃ মাহাবুব আলম জানান, এ ঘটনায় গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ’লীগ

১৬ জানুয়ারি, ২০১৭

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ