বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নলছিটি (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সমগ্র বাংলাদেশের নাগরিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পরিবারভূক্ত মনে করেন। আর তাই বংশানুক্রমে পরিবার ভিত্তিক মানুষ যাতে কারো মুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং এই দাঁড়ানোর মধ্যে বাংলাদেশ যাতে আত্মনিভর্রশীল হতে পারে, সেজন্যই শেখ হাসিনা নানা প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করছেন। (গতকাল) শুক্রবার দুপুরে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ মাঠে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস লস্কর, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, যুবলীগ নেতা রেজাউল করিম জাকির, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চু নেতৃবৃন্দসহ এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।