Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্টার জলসাসহ ভারতীয় সব চ্যানেল বন্ধ করে যুবসমাজ বাঁচাতে হবে -মহাসচিব ইসলামী আন্দোলন

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, স্টার জলসাসহ ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ করে দিয়ে বাংলাদেশের পারিবারিক বন্ধন টিকাতে হবে। অপরদিকে ভারতীয় চ্যানেলে আসক্ত হয়ে যুবসমাজ ধ্বংসপ্রায়। যুব সমাজ ধ্বংস হলে ভবিষ্যৎ নেতৃত্ব ধ্বংস হয়ে যাবে। কাজেই ভারতীয় টিভি চ্যানেল আমাদের প্রিয় জন্মভ‚মিকে ক্ষত-বিক্ষত, চারিত্রিক অবক্ষয়ের যাঁতাকলে আটকে যাচ্ছে আমাদের সম্ভাবনাময়ী যুবসমাজ। তিনি বলেন, হিন্দি সিরিয়াল দেখে তরুণ-তরুণীরা তাদের জীবন যাপন পদ্ধতি অনুসরণের চেষ্টা করছে। ফলে পারিবারিক ভারসাম্যতা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। হিন্দি সিরিয়ালের ছবিগুলোর বেশির ভাগই উদ্ভট, অবাস্তব ও কাল্পনিক কাহিনী দিয়ে সাজিয়েছে। যাতে অনৈতিক কর্মকাÐ, পরকীয়া, লিভ-টুগেদার ইত্যাদিতে ভরপুর। ইউনুছ আহমাদ বলেন, এ ধরনের সিরিয়ালগুলো দেখে আমাদের দেশের নারীরা ধ্বংস হয়ে পরকীয়ায় জড়িয়ে পরছে। এতে সামাজিকবন্ধন দিন দিন ছিন্ন হয়ে পরছে। তাই ভারতীয় টিভি চ্যানেলগুলো বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টার

১৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ