Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়েলমি হাসল্ খুঁজছে নতুন স্টার র‌্যাপার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

তরুণদের প্রতিভা বিকাশের লক্ষে রিয়েলমি হাসল্ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশের আগামী দিনের স্টার রেপারকে খুঁজছে মোবাইল কোম্পানি রিয়েলমি। বিজয়ী পাবেন রিয়েলমি’র পরবর্তী র‌্যাপ মিউজিকে পারফর্ম করার সুযোগ। গানটি কম্পোজ করবেন অ্যাপিরাস ডুয়ো। গানটিতে আরো অংশ নেবেন বাংলাদেশের র‌্যাপার ব্ল্যাক জ্যাং, আলী হাসান। প্রতিযোগিতায় অংশ নিতে র‌্যাপারদের র‌্যাপের ডেমো রেকর্ড করে রিয়েলমি হাসল ওয়েব সাইটে পাঠাতে হবে। ডেমো পাঠানোর সময় ৪ অক্টোবর পর্যন্ত। উল্লেখ্য, অ্যাপিরাস ডুয়ো গড়ে উঠেছে ইডিএম মিউজিক প্রোডিউসার, কম্পোজার এবং ডিজে মিউজিশিয়ান দুই ভাই, শেখ শাফী মাহমুদ ও শেখ সামি মাহমুদকে নিয়ে। তারা জিঙ্গেল নির্মাণ করে ইতোমধ্যে জিতে নিয়েছেন বিভিন্ন সম্মাননা। পাশাপাশি বলিউডের বিখ্যাত শিল্পী মিকা সিং, আরমান মালিক, সনি মিউজিক ইন্ডিয়া, সারেগামা ও টি-সিরিজের প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যে কাজ করেছে অ্যাপিরাস ডুয়ো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়েলমি হাসল্ খুঁজছে নতুন স্টার র‌্যাপার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ