Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধুকছে শ্রীলঙ্কা

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ইনিংসটাকে বেশিদূর যেতে দেয়নি না শ্রীলঙ্কার পেসাররা। মাত্র ৮৬ রানে এদিন তারা তুলে নেয় প্রটিয়াদের বাকি ৭ উইকেট। কিন্তু জবাবে লঙ্কানদেরও পড়তে হয়েছে স্বাগতিক পেসারদের তোপের মুখে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮০ রান তুলতেই ৪ ব্যাটসম্যানকে হারিয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল। প্রথম ইনিংসে এখনো তারা পিছিয়ে ৩৪৬ রানে। আলোক স্বল্পতার কারণে এসময় খেলা বন্ধ ছিল। দিনের খেলা তখনো বাকি প্রায় ২৪ ওভার।
জোহানেসবার্গে ৩ উইকেটে ৩৩৮ রান নিয়ে দিন শুরু করা ফাফ ডু প্লেসি বাহিনীর স্কোরবোর্ড লাঞ্চের আগেই হয়ে যায় ৮ উইকেটে ৩৯৮। শততম টেস্ট খেলতে নামা আমলা আগের দিনের ১২৫ রানের সাথে কাল যোগ করেন মাত্র ৯ রান। বাকিদের মধ্যে কেবল ডি ককের ব্যাট থেকে আসে ৩৩ রান। চারটি করে উইকেট নেন নুয়ান প্রদিপ ও লাহিরু কুমারা। জবাবে স্কোরবোর্ডে কোন রান যোগ না হতেই কুরুনারতœকে দিয়ে শুরু, ৭০ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন ধনঞ্জয়া। কুসল মেন্ডিস আউট হন ৪১ রান করে। দুইটি করে উইকেট নেন ফিল্যান্ডার ও রাবাদা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ