বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গতকাল বৃহস্পতিবার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি এই পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। এসময় তাঁর সাথে ছিলেন কমিটির সদস্য নসরুল হামিদ এমপি, মোঃ আতিউর রহমান আতিক এমপি, মোঃ আবু জাহির এমপি, এম. আব্দুল লতিফ এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, মোঃ শিবলী সাদিক এমপি, এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, বেগম নাছিমা ফেরদৌসী এমপি প্রমুখ। কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা ঘোড়াশাল তাব বিদ্যুৎ কেন্দ্রে পিডিবি’র বাস্তবায়নাধীন ৩৬৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এবং রিপাওয়ারিং ইউনিট প্রকল্পসমুহের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় পিডিবি’র চেয়ারম্যান খালেদ মাহমুদ ও ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দকে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প ও রিপাওয়ারিং ইউনিট প্রকল্পসমূহ ঘুরে ঘুরে দেখান এবং বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন বিষয়াদী সম্পর্কে তাদেরকে অবহিত করেন। কমিটির পরিদর্শন কাজে সাচিবিক সহায়তা প্রদান করেন কমিটির সচিব ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (এফএন্ডপিআর) গোলাম মোস্তফা, সভাপতির একান্ত সচিব (উপ-সচিব) মোঃ মিজানুর রহমান, সহকারী সচিব (কমিটি-১৬) খন্দকার আব্দুল মুত্তালিব প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।