Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাকফুটে নিউজিল্যান্ড

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ওয়েলিংটনে বাতাস এতোটাই প্রবাহিত হয়েছে যে, মাঠে দাঁড়িয়ে থাকা দায়। ঢেকে রাখা পিচ কভার পর্যন্ত বাতাসে গেছে উড়ে। বিশ্বের তৃতীয় বাতাস প্রবাহিত হওয়ার শহরে বেসিন রিজার্ভে সফরকারী ব্যাটসম্যানদের জন্য ফাঁদ তৈরি করতে সবুজ উইকেট করা হয়েছে প্রস্তুত। এতসব প্রতিক‚ল কন্ডিশনের সঙ্গে কিউই ভয়ংকর পেস আক্রমণের বিপক্ষে লড়াইটা বাংলাদেশ ব্যাটসম্যানদের জন্য ছিল বড় ধরনের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে ওয়েলিংটন টেস্টে বৃষ্টি বিঘিœত প্রথম দিনটি ভালোভাবেই উতরে গেছে বাংলাদেশ। যে ওয়েলিংটনে আগের দুই টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ২০০৮ সালে ১৪৩, নেই কোনো ফিফটিÑসেই ওয়েলিংটন টেস্টে এবার অন্য এক বাংলাদেশ হাজির। প্রথম দিনেই স্কোর টপকে গেছে (১৫৪/৩) আগের রেকর্ডকে ! এক দিনে ৪৪ এবং ৮৫ রানের দুইটি পার্টনারশিপের পাশাপাশি তামীম (৫৬), মুমিনুল (৬৪‘ ব্যাটিং) করেছেন পেয়েছেন ফিফটির দেখা। নিউজিল্যান্ডের চার পেস বোলারের কাউকে পাত্তা দেয়নি বাংলাদেশ টপ অর্ডাররা।
এমন একটি দিনে আলোর স্বল্পতা, বৃষ্টি বাংলাদেশ ব্যাটসম্যানদের মনোবলে চিড় ধরায়নি। তামীমের ইতিবাচক ব্যাটিং বরং কিউই পেসারদের মনোবলে উল্টো দিয়েছে ধাক্কা। সে কারণেই প্রথম দিনের খেলায় ব্যাকফুটে নেমে গেছে নিউজিল্যান্ড, এই সরল স্বীকারোক্তি কিউই পেস বোলার নিল ওয়েগনারেরÑ‘আমার মনে হয়, আজকের (গতকাল) দিনটি ছিল বাংলাদেশের। জুটি হয়ে লম্বা সময় ধরে আমরা ভালো বোলিং করতে পারিনি। তা আমাদেরকে কস্ট দিয়েছে।’
প্রথম দিনে স্বাগতিকদের ব্যাকফুটে নামিয়ে দিয়েছেন বাংলাদেশ ওপেনার তামীম ইকবাল, তা বলতে দ্বিধা করেননি ওয়েগনারÑ‘ আমি মনে করি, তামিম দারুণ ব্যাট করেছে। ইতিবাচকভাবে খেলে বলগুলোকে মারবে, সে অভিপ্রায় নিয়ে খেলেছে তারা। এটাই আমাদেরকে ব্যাকফুটে নামিয়ে দিয়েছে। তারা যেভাবে ব্যাট করেছে,তাতে রিদম ধরে রেখে আমাদেরকে থিঁতু হতে দেয়নি। ’তিনবছর তিনমাস আগে যে মুমিনুলকে দেখেছেন, সেই মুমিনুলকে ওয়েলিংটনে দেখে বিস্মিত হননি ওয়েগনার। ওয়েলিংটন টেস্টে মুমিনুলের ব্যাটিংয়ের ভুয়সী প্রশংসা করেছেন এই কিউই পেসারÑ‘কয়েকবছর আগে ঢাকায় তার (মুমিনুল) বিপক্ষে খেলেছি। সেই মুমিনুলের সঙ্গে এই মুমিনুলের পার্থক্য দেখছি না। সে যথেষ্ঠ ধৈর্য্যশীল ব্যাটসম্যান, কোনো সুযোগ দেয়নি সে।’ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টে দুই সেঞ্চুরি, একটি ফিফটি। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে উপর্যুপরি তৃতীয় সেঞ্চুরির দিকে ধাবিত মুমিনুল। তিন ম্যাচে ৪৪০ রানে গড়টা ২২০.০০! প্রতিপক্ষের কোনো ব্যাটসম্যান যখন এতোটাই সাবলীল, তাকে ফিরিয়ে দেয়ার ছক আঁকতে যে হচ্ছে এখন। তা দ্বিধাহীন কণ্ঠে জানিয়েছেন ওয়েগনারÑ‘আমাদের বিপক্ষে ব্যাট করতে সে ভালোবাসে। তাই আগামীকাল তার বিপক্ষে আরো কঠোর হতে হবে আমাদের।’
দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াতে দ্রæত অবশিষ্ট উইকেটগুলো তুলে নেয়ার লক্ষ্য নিউজিল্যান্ডের, এই পরিকল্পনার কথাই জানিয়েছেন ওয়েগনারÑ‘কন্ডিশনকে কাজে লাগাতে পারলে এখানে ব্যাট করা সহজ। আবার উইকেট পড়তে থাকলে ব্যাটসম্যানদের জন্য বিপজ্জনক। কাল (আজ) যদি দ্রæত দুই তিনটি উইকেট ফেলে দিতে পারি, তাহলে তাদের উপর চাপ সৃষ্টি করে ঘুরে দাঁড়াতে পারব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ