Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবি ছাত্রীর আত্মহত্যা

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : পারিবারিক অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। জানা যায়, মায়ের সাথে সামান্য কথা কাটাকাটি নিয়ে সে অভিমান করে। মোহসিনা মেধা নামের ওই শিক্ষার্থী ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গতকাল আনুমানিক ভোর চারটায় রাজধানীর ফার্মগেটের পূর্ব নাখালপাড়ায় তার নিজ বাসায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মোহসীনা মেধা বাবা-মায়ের সাথে ওই বাসায় থাকতেন বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ওই ছাত্রীর মৃত্যুর খবর পেয়েছে বলে আমাকে জানিয়েছে।’ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এহসানুল হক বলেন, ‘আমরা অফিশিয়ালি এখনো কিছু জানতে পারিনি। তবে বিভাগের শিক্ষার্থীরা মেধা নামে এক ছাত্রী পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যা করেছে বলে আমাকে জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আত্মহত্যাকারী শিক্ষার্থীর এক বান্ধবী বলেন, ‘বাবা-মায়ের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে। আমি ওর বাসায় গিয়েছিলাম।’ ওর আম্মু বলছিলেন, ‘রাত ২টার সময় এসে দেখি মেধা মোবাইল টিপছিল, ৩টার সময় এসেও দেখি মোবাইল টিপছে। তখন আমি তাকে বকাবকি করি। পরে রাত ৪টার সময় এসে দেখি সে মৃত। এই সামান্য বকাবকিতে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করল’ এ কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ