বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগমারা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : ইসলাম ধর্মের মান ক্ষুণœ করার জন্য ইহুদিরা জঙ্গিবাদে মদদ দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। থানায় তাদের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এলাকায় যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাÐ সংঘটিত হলে তাৎক্ষণিভাবে পুলিশ প্রশাসনকে অবহিত করতে হবে। থানায় কোনো কাজে এসে পুলিশ দ্বারা অবহেলিত হলে তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে বাগমারা থানা চত্বরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধীসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন একথা বলেন। ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভায় থানার ওসি সেলিম হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আলহাজ জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ও পুঠিয়া সার্কেল আসলাম আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা বেগম, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার, যোগীপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, গনিপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. মনিরুজ্জামান রঞ্জু প্রমুখ।
বক্তারা বাগমারা থেকে সকল শ্রেণির অপরাধীদের বিতাড়িত ও মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমান, ব্যবসায়ী ও স্থানীয় গণমাধ্যম কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।